চার কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১ মে, ২০২১ at ৮:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে চার কৃষকের জমির ধান কেটে দিল কৃষকলীগ নেতৃবৃন্দ। গত মঙ্গলবার সকালে বারৈয়াঢালা ইউনিয়ন ৮নং বহরপুর ওয়ার্ড কৃষক বদিউল আলম, কৃষক পিন্টু দে , কৃষক জসিম উদ্দিনের প্রায় ৪ একর জমির ধান কাটা কর্র্মসূচির উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী এডভোকেট উম্মে হাবীবা। প্রখর তাপদাহের মধ্যে উপজেলা কৃষকলীগ আহবায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হকের নেতৃত্বে এবং উপজেলা কৃষকলীগ নেতা এস এম আবদুল ভাসানীর সার্বিক সহযোগিতায় ধান কাটায় অংশগ্রহন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য মো. আরমান, জেলা কৃষকলীগ সভাপতি আবদুল হান্নান রানা, নুর নবি, মো. জাফর, মিরসরাই কৃষকলীগ সভাপতি মো. শফিক, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ সায়েদ মিয়া, উপজেলা কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন, মজিদ মাষ্টার, বহরপুর হাবীন উল্যা সওদাগর ইউনিয়ন, বহরপুর জামে মসজিদের পেশ ইমাম মৌলভি আবদুল কাইয়ুমসহ ওয়ার্ড কৃষকলীগ নেতা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমুনিয়া হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা দুর্যোগে মানুষের পাশে থাকেন