আলোচনায় রাঁধুনী রোবট

| শনিবার , ১ মে, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

নিখুঁতভাবে রান্না করে আলোচনায় চলে এসেছে একটি রাঁধুনী রোবট। একদম পাকা রাঁধুনীর মতোই পায়েলা নামের একটি খাবার রান্না করে দেখিয়েছে রোবটটি। এ খাবারটি স্পেনে বেশ জনপ্রিয়। নন-স্প্যানিশরা এটিকে স্পেনের জাতীয় খাবার বলতেও দ্বিধা করেন না। গত মাসে স্পেনের মালাগায় একটি বাণিজ্য মেলায় রোবটটি উন্মোচন করা হয়।
পাশে রান্নার উপাদান রেখে দিলে রোবট তার হাত দিয়ে নিখুঁতভাবে রান্না করতে পারে। হোটেল এবং রেস্তোরাঁর পাশাপাশি একটি জাপানি সংস্থাও রোবটটির প্রতি আগ্রহ দেখিয়েছে। রোবটটি বানিয়েছে নৎ৫ (ইব ধ জড়নড়ঃ ৫) ও ম্যানুফ্যাকচারার কোম্পানি গরসপড়ড়শ। উদ্ভাবকেরা জানিয়েছেন, মানুষ যাতে সৃজনশীল কাজে মনোযোগ দিতে পারে সে জন্যই এমন রোবট বানিয়েছেন তারা। এটা কফি বা জুস মেশিনের মতোই। মানুষের কর্মসংস্থান নষ্ট করার উদ্দেশ্যে এটা বানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধনতুন নায়কদের সঙ্গে কাজ করবেন ফারিয়া
পরবর্তী নিবন্ধনতুন ডিফল্ট ফন্ট খুঁজছে মাইক্রোসফট