অসহায়দের পাশে দাঁড়ানোর সময় এখনই

আজাদী ডেস্ক | শনিবার , ১ মে, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

করোনাকালীন অসহায় হয়ে পড়া খেটেখাওয়া ও শ্রমজীবী মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। জেলা-উপজেলার আজাদী প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনের পাশাপাশি প্রেস বিজ্ঞপ্তি থেকে পাওয়া বিভিন্ন সহায়তার চিত্র এখানে তুলে ধরা হল।
মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ : আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে চাক্তাই-রাজাখালী এলাকায় দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। যুবনেতা মো. সাঈদ হোসেন সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় খাবার বিতরণকালে বক্তব্য রাখেন সমাজসেবক ফরিদ মাহমুদ, কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন শেখ নাসির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, দেলোয়ার হোসেন সুমন, বাবলু দাশ, নাজমুল হাসান রুমি, মো. জামশেদ নূর, মো. আনোয়ার হোসেন, মো. জামাল হোসেন, মো. আজম, রাজীব শাহ্‌, মো. মোক্তার আহম্মেদ, মো. পারভেজ প্রমুখ।
এদিকে স্মৃতি সংসদ উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চুর ব্যবস্থাপনায় নগরীতে পাঁচশ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। গত শুক্রবার বাদে আসর নগরীর পলিটেকনিক্যাল মোড়, বেবীসুপার, ষোলশহর ২নং গেইট মোড়সহ আশপাশের এলাকায় রোজাদার ও ভাসমান-অসহায়-কর্মহীন সাধারণ মানুষদের মাঝে তিনি রান্না করা খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, ইয়াছিন আরাফাত কচি, আশেকুন নবী প্রমুখ।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড মাঝের ঘাটা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার মাঝের ঘাটা মসজিদ সংলগ্ন এলাকায় এ সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি মাঝের ঘাটা শাখার সভাপতি মো. ইফতেখার করিম সিরাজী। সাধারণ সম্পাদক আরফাতুর রহমান সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিটির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভার সভাপতি কাজি আবু মোহসিন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কাজী দিদারুল ইসলাম, আহমদ জামিল, আহমদুর রহমান, মোহাম্মদ খোকন, জসিম উদ্দিন খোকন, করোনা স্বেচ্ছাসেবক টিমের সচিব কামরুল ইসলাম।
বোয়ালখালী : করোনা মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া বাস চালক ও হেলপারদের মাঝে গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কালুরঘাট বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. নওশেদ আলী, সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ, ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার বাবলা, সাংগঠনিক সম্পাদক মো. সেকান্দর, প্রচার সম্পাদক খোরশেদ আলম, মো. সাইফু প্রমুখ। পরে বেলা ১২টায় তিনি বোয়ালখালী উপজেলার শাকপুরা হাজী জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী জানে আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভপতি রেজাউল করিম বাবুল, রুস্তম আলী, নুর হোসেন, আবু নঈম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, ওসি আবদুল করিম, হাজী সেলিম, মনসুর সিকদার, আবদুর রউফ, সাইফুল ইসলাম প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগ নেতা নুরুল হুদা চৌধুরীর উদ্যোগে অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাওলানা কারী মামুন, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু একাডেমির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মোতালেব, কে এইচ এম তারেক, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান মুন্না, আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রেড ক্রিসেন্ট সোসাইটি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় গতকাল নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন আহমেদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সরোয়ার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ ইকবাল প্রমুখ।
বরুমচড়া ইউনিয়ন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবার ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের নগদ অর্থ পেলেন ৫শ পরিবার। গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী ইউনিয়নের এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময়ে ইউপি সদস্য জেবল হোসেন, দিদারুল ইসলাম, মোহাম্মদ ইসহাক, রুমা আকতার, জান্নাতুল ফেরদৌস কলি, শামসুর নাহার, তথ্য উদ্যোক্তা মো. কপিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী টিপু, মোহাম্মদ ফোরকান, ছাত্রলীগ নেতা আবদুল গফুর উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি : প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার কর্মহীন ও অতি দরিদ্রের ১ হাজার ৮শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের রেস্ট হাউস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সত্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ইরফান মাহাবুব রায়হান প্রমুখ।
সীতাকুণ্ড পৌরসদর : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের পারিবারিক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের উদ্যেগে সীতাকুণ্ড পৌরসদরে ৬শ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পৌর ভবন প্রাঙ্গণে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ফাউন্ডেশনের কমার্শিয়াল ম্যানেজার আবেদীন আল মামুন, পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, কাকলী, উপজেলা মুক্তিযুদ্ধাা কমান্ডার মনিরুল ইসলাম বাবুল, মোহাম্মদ সোহেল, আসলাম হাবিব, সাইদুর রহমান মারুফ, মো. ফয়সাল প্রমুখ।
ওয়ান বাংলাদেশ ও এসো মানুষের জন্য কিছু করি : চবি প্রতিনিধি জানান, ‘ওয়ান বাংলাদেশ’ ও সামাজিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’ সংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার ২শ দরিদ্র ও অসহায় ব্যক্তিকে ইফতার প্রদান করা হয়েছে। এ সহ গত ১০ দিনে সংগঠন দুটির পক্ষ থেকে ২ হাজার ব্যক্তিকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। এতে সার্বিক সহযোগিতা দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং চবি শিক্ষক রেজাউল করিম। গত বৃহস্পতিবার ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন নগর সেচ্ছাসেবক লীগ নেতা এবং লালখান বাজার ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, এক্সসিলেন্ট ওয়ার্ডের পরিচালক এইচ এম জসিম, মো. আবু তাহের প্রমুখ।
বিএনপি নেতা কাজী বেলাল : মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দীনের ব্যক্তিগত পক্ষ থেকে হতদরিদ্র ও নেতাকর্মীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গত শুক্রবার বিকালে পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় তার বাসভবন থেকে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের দরিদ্রদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আসলাম, পাঁচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি শহীদুল আলম খসরু, যুগ্ম সম্পাদক তারেক রশিদ, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মো. আলী সাকি, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, মো. রাজন খান, ওমর ফারুক, বিএনপি নেতা এইচ এম আজাদ, মো. ওয়াসিম, যুবদল নেতা হামিদুল হক চৌধুরী, সাজ্জাদ হোসেন খান, মো. জাবেদ প্রমুখ।
মুসাফির : আওলাদে মাইজভান্ডারী সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারীর আর্থিক পৃষ্ঠপোষকতায় অসচ্ছল ও অসহায়দের মাঝে ‘মানবিক ভালোবাসার উপহার’ বিতরণ করেছে মানবিক সংগঠন মুসাফির। গতকাল শুক্রবার সকালে নগরীর আসকার দীঘির পাড়ে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবে ছোবাহানিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন আওলাদে মাইজভান্ডারী সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাংবাদিক মোরশেদ আলম, আমান বাদশা প্রমুখ।
আব্দুল আলী নগর : মহানগর আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন ও মহানগর যুবলীগের অন্যতম সংগঠক মনোয়ার-উল আলম চৌধুরী নোবেলের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ১১তম দিনের মতো বৃহস্পতিবার রাত ১.৩০টায় নগরীর আব্দুল আলী নগর ও ৯নং ওয়ার্ড এলাকায় সেহেরি বিতরণ করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা টিটু, বকুল, রাজিব, ফারহান সোহেল, রাফি, পাহাড়তলী শ্রমিক লীগ নেতা ফারুক, ছাত্রলীগ নেতা মো. সিরাজুল ইসলাম আকাশ, আকিল, প্রান্ত, আকবর, ইউসুফ প্রমুখ।
৩১নং আলকরণ ওয়ার্ড : যুবনেতা শহীদুল হক চৌধুরী রাসেলের সার্বিক তত্ত্বাবধানে ৩১নং আলকরণ ওয়ার্ড সদরঘাট মোড়ে গরীব অসহায় দুঃস্থদের মাঝে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, মহানগর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য জাবেদ হোসেন খান, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, যুবলীগ নেতা মোজারুল নোমান খান, আল মাসুদ চৌধুরী হিরো, মিজানুর রহমান চৌধুরী, ইঞ্জিনিয়ার জাবেদ হোসেন রাজু, আনোয়ারুল আজিজ মনির, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হাসান, শওকত হোসেন মুন্না, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মো. আবু ছৈয়দ রেহান, আবু তারেক রনি প্রমুখ।
১নং ওয়ার্ড : ছাত্র-যুব ঐক্য পরিষদ, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহানগর যুবলীগ নেতা মো. শাহেদুল আলমের ব্যবস্থাপনায় গতকাল বিকাল ৫টায় নগরীর ১নং ওয়ার্ডের নন্দিরহাট মাহমুদাবাদ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য সাইফুল ইসলাম, নূরুল আনোয়ার, নাসির তালুকদার, খোকন চন্দ্র তাঁতি, আজিজ উদ্দিন চৌধুরী, মো. শফি, আবুল কালাম আবু, আবু নাসের চৌধুরী আজাদ, নেয়ামত উল্লাহ, আরিফুল ইসলাম মাসুম, অ্যাড. সৈয়দ রবি, সাইফুল করীম, মো. সাজ্জাদ আলী, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মো. সাহেদ প্রমুখ।
আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন : সন্দ্বীপে করোনাকালে কর্মহীন ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সন্দ্বীপ পৌরসভার বাউরিয়া থেকে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নিউইয়র্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চালসহ আলু, পেঁয়াজ, তেল, ডাল, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের সেক্রেটারি জামশেদ উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন তারাসহ নেতৃবৃন্দ।
কুসুমপুরা : পটিয়া উপজেলার কুসুমপুরায় ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। আওয়ামী লীগ নেতা আবদুস ছালামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুর রহিম চৌধুরীর পরিচালনায় গতকাল শুক্রবার বেলা ৩টায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী, মোহাম্মদ কুতুব, নুরুল ইসলাম বুলু, দিদারুল আলম, মো. করিম চৌধুরী, মো. কাসেম, কোরবান আলী, নজরুল ইসলাম, তৌহিদুল আলম জুয়েল, সালাউদ্দীন ইমরান, জয়নাল আবেদিন ফরহাদ, সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া, মো. জসিম প্রমুখ।
গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী : গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে উদ্বোধক ছিলেন সমাজসেবক লায়ন মীননাধ ধর মিলন ও সংগঠক সুমন কুমার বণিক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, ব্যাংকার এজিএম শম্ভু দাশ, সার্জন ডা. কথক দাশ, অধ্যাপক কৃষ্ণা দাশ, উপদেষ্টা শিল্পী চৌধুরী। গীমাস সভাপতি সুচিত্রা ধরের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক চম্পা চৌধুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শিল্পী আচার্য, রুপনা দাশ, অর্চনা দাশ, টিটু দাশ, টিটু মল্লিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মেয়রের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধশুভেচ্ছায় ভাসছেন মনোজ-মৌ