সীতাকুণ্ডে উদ্ধারকৃত শঙ্খিনী সাপ পাহাড়ে অবমুক্ত

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১ মে, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে উদ্ধারকৃত বিরল প্রজাতির শঙ্খিনী সাপ পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য মো. বাবলুর উপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তারা সাপটি পাহাড়ে অবমুক্ত করেন।
এর আগে রাত ১১টার দিকে উপজেলার ৭নং ওয়ার্ডের শীতলপুরস্থ দক্ষিণ মোল্লাপাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তারা।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জ কর্মকর্তা শাহান শাহ নওশাদ জানান, শীতলপুর এলাকার একটি দোকানের সামনে সাপটি একটি নেট দিয়ে আটকানো অবস্থায় পাওয়া যায়। কয়েকজন ব্যক্তি সাপটি ধরে বিক্রি করার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে সাপটি উদ্ধার করি। এ সময় সাপটি রেখে ওই ব্যক্তিরা পালিয়ে যায়। জানা গেছে, বিরল প্রজাতির এই সাপের ইংরেজি নাম ব্যান্ডেড ক্রাইট। এটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ। এরা ছোট প্রজাতির অন্য সাপ খেয়ে জীবন ধারণ করে। শঙ্খিনী সাপ নিশাচর প্রাণী। এর মাথা আকারে বেশ বড়, সারা শরীরজুড়ে কালো ও হলুদ ডোরা। একসময় এ সাপটি সচরাচর জমি বা খেতের আলে দেখা যেত। তবে জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে সাপটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পথশিশুকে ধর্ষণ, ৩ বখাটে আটক
পরবর্তী নিবন্ধপরিবহন শ্রমিকদের বাঁচার ব্যবস্থা করুন : টিইউসি