ছড়ার পানিতে ডুবে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১ মে, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে বাঁধ দেওয়া ছড়ার পানিতে গোসল করতে গিয়ে ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ৪ নম্বর লতিবান ইউপির কারিগড়পাড়ায় ঘটনাটি ঘটে। মৃত খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) ভাইবোন। তারা কারিগড়পাড়ার সুমন ত্রিপুরার সন্তান। অপরজন প্রতিবেশী তাপস কান্তি ত্রিপুরার সন্তান প্রাণটি ত্রিপুরা (৭)। পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, খেলার ছলে তিন শিশু মিলে বাড়ির পাশে বাঁধ দেওয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কোনো অপমৃত্যুর মামলা হয়নি।
পানছড়ি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্যামল চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের মৃত অবস্থায় পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধমামলার কথা বলতে আইনজীবীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি
পরবর্তী নিবন্ধব্যতিক্রমী বেগুনি ধান