সিঙ্গাপুর প্রবেশে বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা

| শনিবার , ১ মে, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

আগামীকাল ২ মে থেকে সিঙ্গাপুর ভ্রমণে বাংলাদেশসহ আরও তিন দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সিঙ্গাপুরের স্ট্রেট টাইমস পত্রিকা এ খবর প্রকাশ করেছে। খবর বাংলানিউজের। গতকাল শুক্রবার সিঙ্গাপুরে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ২ মে থেকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকরা আর সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিন ভ্রমণ করেছেন, তারাও ভ্রমণ করতে পারবেন না। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় উপবৃত্তি বঞ্চিত হচ্ছে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪শ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধমামলার কথা বলতে আইনজীবীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি