চট্টগ্রামে নতুন শনাক্ত ১৮০ মৃত্যু ৪

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ মে, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নগরীর ও ১ জন জেলার বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮০ জন। ১ হাজার ২৮২টি নমুনা পরীক্ষায় এ রোগী শনাক্ত হয়। নতুন শনাক্ত ১৮০ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৪৯ হাজার ৯০৫ জন। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪০ হাজার ১৫ জন ও জেলার ৯ হাজার ৮৯০ জন।
আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৫২০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে মহানগরীর ৩৮৫ জন ও জেলার ১৩৫ জন। এরমধ্যে কেবল গত ২৭ দিনে মৃত্যুবরণ করে ১২৪ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮২টি সহ এ পর্যন্ত মোট ৪ লাখ ৩৪ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৯০৫ জনের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত ১৮০ জনের মধ্যে ১৩৩ জন নগরী ও ৪৭ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তথ্যমতে, এখন পর্যন্ত বয়সভিত্তিক হিসেবে ১০ বছরের কম বয়সী শিশুরাই করোনায় আক্রান্ত হচ্ছেন সবচেয়ে কম। বেশি আক্রান্ত হচ্ছেন ৩১ থেকে ৪০ বছর বয়সীরাই। দশ বছরের কম বয়সীরা ২.৫০ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীরা ৭.৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীরা ১৯.৬১ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ২৩.৫৬ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১৮.৪৫ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ১৫.২৪ শতাংশ এবং ষাটোর্ধ্বরা ১৩.৫৩ শতাংশ হারে আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরোগী-ডাক্তার উভয়ের জন্যই আশীর্বাদ
পরবর্তী নিবন্ধমানবিক সহায়তা নিয়ে ফের মানুষের পাশে প্রধানমন্ত্রী