হাটহাজারীতে গা ঢাকা দিয়েছে মামলার আসামিরা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৭:৪৬ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে সংঘটিত ঘটনার জের ধরে হাটহাজারী থানা, ভূমি অফিস, সদর তহশীল অফিস, জেলা পরিষদের ডাকবাংলো ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি)-এর গাড়ি আগুনে পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে গেছে।
জানা যায়, গত ২৬, ২৭, ২৮ মার্চ তিন দিনের তাণ্ডবে থানার দুই উপ-পরিদর্শক যথাক্রমে হারুন অর রশীদ, আমির হোসেন এবং ডিএসবি’র কন্সটেবল মো. সোলায়মান বাদী হয়ে হাটহাজারী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। তিন মামলায় ১শ’ ৪৮ জনের নামোল্লেখ করা হয়।
মামলার আসামিদের মধ্যে হেফাজতের আমির আল্লামা জোনায়েদ বাবুনগরীকে দুই মামলায় এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলাল উদ্দিনকে এক মামলায়, উপজেলা জামায়েতের আমিরকে এক মামলায় আসামি করা হয়। তাছাড়া অজ্ঞাতনামা আরো ৩ হাজার জনকে বিবাদী করা হয়েছে।
থানায় মামলা রেকর্ডের পর পুলিশ তদন্ত করে এ পর্যন্ত ৮ জনকে আটক করেছে।
মামলায় এই কয়জনকে আটকের পর নাম থাকা অন্যান্য আসামীরা গা ডাকা দিয়ে আত্মগোপনে রয়েছে।
হেফাজতের নেতৃবৃন্দ যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে আজ শুক্রবার (৩০ এপ্রিল) ফোন করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
নির্ভরযোগ্য সূত্র মতে মামলায় নাম রয়েছে এমন কিছু আসামি জামিন নেওয়ার জন্য উচ্চ আদালতে চেষ্টা করছেন। আবার কেউ কেউ সরকার দলীয় ঘনিষ্ঠ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে বলেও খবর পাওয়া গেছে।
হেফাজতের আসামি এসব নেতাদের আশপাশের লোকজনের সাথে গণমাধ্যম কর্মীরা আলাপ করে জানতে পেরেছে, মামলার পর তাদের এলাকায় দেখা যাচ্ছে না। মামলার সুনির্দিষ্ট আসামীদের কথা ছাড়াও হেফাজত সমর্থকদেরও অনেকে এলাকায় নেই কারণ সমর্থকদের আটক করে অজ্ঞাতনামা হিসাবে যদি মামলায় যুক্ত করা হয় এই আতংকে তারাও এলাকা ছেড়ে দিয়েছে বলে সূত্রে প্রকাশ।
তবে মামলার ব্যাপারে কেউ মুখ খুলছে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করছেন। ইতিমধ্যে হাটহাজারীতে নিয়োগ করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে গুলিবর্ষণ
পরবর্তী নিবন্ধহালদায় অভিযানে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ