চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, গনিবেকারী ও জামালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ম্যাজিস্ট্রেট করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধরণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ১১ জন পথচারীকে ২ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। এতে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ।