ভয়াবহ করোনা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। বিদেশি সাহায্যের পাশাপাশি হাত বাড়িয়েছেন ভারতের অনেকেই। এবার তাতে যোগ দিলো আইপিএলে মোস্তাফিজদের দল রাজস্থান রয়্যালস। সাহায্য হিসেবে তারা দিয়েছে সাড়ে ৭ কোটি রুপি। বিশাল এই অর্থ এককভাবে এই ফ্র্যাঞ্চাইজিই শুধু দেয়নি। মোস্তাফিজরা সবাই মিলেই বিশাল অর্থ জোগাড়ে সাহায্য করেছেন। এক বিবৃতিতে রাজস্থান জানিয়েছে, ‘দলের খেলোয়াড়, মালিক ও ম্যানেজমেন্ট করোনা আক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছে। একই সঙ্গে তারা রাজস্থান রয়্যালসের জনহিতকর কাজে যুক্ত সংস্থা রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করছে। যে সংস্থাটি আবার ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের সঙ্গে যৌথভাবে করোনা আক্রান্তদের সহায়তায় কাজ করছে।’ তারা আরও জানিয়েছে, আর্থিক এই সহায়তা ব্যয় করা হবে রাজস্থানেই।