পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মোটেও সুখকর কাটেনি বাংলাদেশের। ব্যর্থতার পরিচয় দিয়েছেন বেশিরভাগ ক্রিকেটার। তারপরও শিষ্যদের আগলে রেখেছেন দলের ব্যাটিং কোচ জন লুইস। তার মতে, দিনটি হতাশার গেলেও মোমিনুলরা বিন্দু মাত্র চেষ্টার ত্রুটি করেননি। বৃহস্পতিবার লংকানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জন লুইস বলেন, ‘দেখুন, সমালোচনা করা খুবই সহজ। আজ কিন্তু খুব একটা সুযোগ তৈরী হয়নি। দুই টেস্টের কথাই বলব, ব্যাটসম্যানদের বিরুদ্ধে খুব বেশি সুযোগ তৈরী সম্ভব হয়নি। আমরা সম্ভবত দু একটি সুযোগ হাতছাড়া করেছি। তবে ছেলেরা কিন্তু কঠোর পরিশ্রম করেছে। এটা ঠিক হয়নি তবে এখানে তাদের শ্রমের কোন ঘাটতি নেই বা এমনও নয় তারা খেয়াল করেনি। সম্ভবত আমরা মানুষ বলেই এমনটি হয়েছে।’ অবশ্য একথা তিনি অকপটে স্বীকার করেছেন যে প্রথম দিনটি তার দলের জন্য হতাশার নামান্তরই ছিল। তবে তাতে রুষ্ঠ না হয়ে বোলারদের প্রতি দেখালেন অতল সহানুভুতি। ‘এটা হতাশার তবে বোলারদের জন্য আমার সহানুভূতি আছে। তাদের চেষ্টা বৃথা যেতে পারে না। এখানে (পিচ) বোলারদের জন্য কোন সহযোগিতাই নেই। তবে আমরা ভাগ্যবান যে আমাদের পাঁচজন বোলার আছে।’