করোনায় আক্রান্ত দিতিপ্রিয়া

| শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

দিল্লি-মুম্বাইয়ের মতো কলকাতাতেও বাড়ছে করোনার প্রকোপ। এবার মা বাবাসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার ‘রানিমা’খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। খবর বাংলানিউজের।
বুধবার অভিনেত্রী জানান, তিনি করোনা পজিটিভ। রিপোর্ট পজিটিভ এসেছে তার মা-বাবারও। খুব সম্ভবত দিতিপ্রিয়ার বাবাই প্রথম কোভিড পজিটিভ হন, দু-দিন জ্বরে ভোগেন অভিনেত্রীর মা। পরে করোনা পরীক্ষা করালে, তিনজনেরই রিপোর্ট পজিটিভ আসে। দিতিপ্রিয়া রায় বলেন, তিনজনই ভালো আছি। তবে আমার একটু বেশি দুর্বল লাগছে। সর্দি-কাশি হলে যেমন হয় আর কী। একটু গলা খুশখুশ, মাথা-ব্যাথা এই আর কী! আপতত আইসোলেশনে রয়েছে দিতিপ্রিয়ার পরিবার। চিকিৎসকের পরামর্শ ও করোনাবিধি পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধআরিয়ানের ঈদ চমক
পরবর্তী নিবন্ধবউ ছিনতাই