আগে জীবন বাঁচাতে প্রয়োজন হতো ভাত, দেখা যেত সবার হাসিমাখা মুখ। এখন জীবন বাঁচাতে প্রয়োজন হয় মাস্ক, দেখা যায়না সেই আগের মধুর স্মৃতি সুখ। করোনার দ্বিতীয় ঢেউয়ের দোলাচলে কাঁপছে দেশ, সকলে মিলেমিশে মানি স্বাস্থ্যবিধি। নইলে হবে আমাদের স্বাস্থ্যের পরিহানি, ছেড়ে যেতে হবে সুন্দর পৃথিবী, এটাই হবে নিয়তির বিধি। বজায় রাখি নিরাপদ দূরত্ব, মানি সরকারি নির্দেশনা, মিলবে সুফল, আতঙ্ক কেটে যাবে দেশে। খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, শোনা যাবে কঁচি-কাঁচাদের কোলাহল। উঠে যাবে লকডাউন, করবো কোলাকুলি মাহে রমজান শেষে। হাত ধুই সাবান দিয়ে, পরি মাস্ক, ব্যবহার করি স্যানিটাইজার, জানাই করোনাকে বিদায়; একসাথে বলি, হে করোনা এসোনা ফিরে আবার। জীবনাচার হবে স্বাভাবিক, ভেঙ্গে যাবে সব শৃঙ্খল, উঠে যাবে মুখের মাস্ক, দেখা যাবে নির্মল হাসি। মানুষে মানুষে দূরত্ব কমিয়ে, গড়ি সোনার বাংলাদেশ, প্রিয় মাতৃভুমি তোমায় বড্ড বেশী ভালবাসি।