হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলছে

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:৫২ অপরাহ্ণ

হাটহাজারীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন থেকে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থানায় সুনির্দিষ্ট ৩টি মামলা রেকর্ডের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ আসামি চিহ্নিত করার জন্য মাঠে কাজ শুরু করেছেন।
জানা যায়, গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকায় বায়তুল মোকারমের ঘটনার জের ধরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হাটহাজারীতে পর পর তিন দিন তাণ্ডব চালিয়ে থানা, জেলা পরিষদের অত্যাধুনিক ডাকবাংলো ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূমি অফিস ভাঙচুর, সদর তহশীল অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগ, সহকারী কমিশনার(ভূমি)র গাড়িতে অগ্নিসংযোগ, শিক্ষানবিশ এএসপি, থানার উপ-পরিদর্শককে মারধর, পুলিশের গোয়েন্দা শাখার এক কন্সটেবলকে আটক করে মাদ্রাসায় ধরে নিয়ে মারধর করে আহত করা হয়।
যদিও এ ঘটনাকে হেফাজত অস্বীকার করে হেফাজতের তৎকালীন আমির আল্লামা জোনায়েদ বাবুনগরী বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি দিয়ে ঘটনার জন্য সরকারি দলের ছাত্র ও যুব সংগঠনকে দায়ী করেছিলেন।
কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে কারা জড়িত তা শনাক্ত করা হচ্ছে।
ইতিমধ্যে ফুটেজে ধারণকৃত ছবিতে ঘটনার সাথে জড়িত অনেককে শনাক্ত করা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা।
ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার পর তাদের আইনের আওতায় আনা হবে বলে এই কর্মকর্তারা উল্লেখ করে বলেন নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য তদন্ত কর্মকর্তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আড়াই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধকরোনার টিকার দ্বিতীয় ডোজ অন্য কেন্দ্রেও নেওয়া যাবে