জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মহামারী করোনা পরিস্থিতিতে সভা ও র্যালির পরিবর্তে গতকাল বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে নগরীর দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি খাবার সামগ্রী বিতরণ করেন। পুষ্টিকর খাবারের মধ্যে ছিল- চাল, ছোলা, খেজুর, সেমাই, সয়াবিন তেল, পেঁয়াজ ও লবণ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নুর উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহা. ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, জেলা স্টোর ইনচার্জ জাহেদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর প্রবীর মিত্র, স্যানিটারী ইন্সপেক্টর টিটু পাল, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মো. নূর হোসেন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।












