হালদা থেকে ডিম আহরণের প্রস্তুতি

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

হালদা নদীর পাড়ে পূর্ব প্রস্তুতি শুরু করেছেন ডিম আহরণকারীরা। প্রজনন মৌসুমও চলছে। ইতিমধ্যে পূর্ণিমার তিথি বা জো শেষ হয়েছে। আগামী আমাবস্যার তিথিকে সামনে রেখে ডিম আহরণকারী ও রেনু উৎপাদনকারীদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন বজ্রসহ বৃষ্টিপাতের অপেক্ষা মাত্র। এদিকে নদী রক্ষা ও মাছের অবাধ বিচরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের নিরাপত্তার স্বার্থে নদী থেকে বালু উত্তোলন, ইঞ্জিন চালিত নৌকা চলাচল ও মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ডিম আহরণকারীরা এখন নৌকা মেরামত ও মাটির কুয়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। গতবছর ২২ মে মা মাছ নদীতে ডিম ছেড়েছিল। গত বছর ডিম ছাড়ার অতীতের রেকর্ড ভঙ্গ করেছিল। ফলে ডিম আহরণকারীদের ডিম ফোটাতে বেশ বেগ পেতে হয়েছিল। গত বছর নদীর পাড়ে মাটির কুয়া ছিল না। তাই নদীর পাড়ে স্থাপিত সরকারি হ্যাচারি গুলোতে রেনু উৎপাদন করতে হিমসিম খেতে হয়। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ডিম আহরণকারীরা নদীর পাড়ে মাটির কুয়াও প্রস্তুত করে রেখেছেন। অতিরিক্ত ডিম পাওয়ার আশায় এবার নৌকা ও সরঞ্জাম বৃদ্ধি করেছে বলে জানান ডিম আহরণকারী গড়দুয়ারার কামাল সওদাগর, মাছুয়াঘোনার শফিউল আলম, মাদার্শার আশু বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অগ্নিদুর্গতের মাঝে ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধদরিদ্রদের পাশে মানুষ