চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত চেয়ারম্যান খান বাহাদুর আব্দুস সাত্তারের ২য় পুত্র মরহুম ব্যারিস্টার বজলুছ ছাত্তারের সহধর্মীনী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি ডা. আঞ্জুমান-আরা ইসলামের মাতা খালেদা খানম (৯৪) গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল রাত সাড়ে ১০টায় নগরীর কদম মোবারক জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। খালেদা খানমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সাবেক মেয়র এম. মনজুর আলম, আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর এস এম ফজলুল করিম, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, ট্রেজেরার মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. মোহাম্মদ আরিফুল আমিন, করোনা ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরীসহ হাসপাতাল পরিচালকমণ্ডলী, আজীবন সদস্য, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












