মুক্তিযোদ্ধা মো. আলী মিন্টু

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বন্দর প্রাতিষ্ঠানিক কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, বন্দর জাতীয় শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিন্টু (৬৬) কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত সোমবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদে জোহর বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে বন্দর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুস সালাম আদুর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকরোনায় চিকিৎসক শোকরানার ইন্তেকাল