নিজেদের সবচেয়ে আলোচিত এবং ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আইওএস আপডেট নিয়ে এসেছে অ্যাপল। সমপ্রতি আইওএস ১৪.৫ এবং আইপ্যাড ওএস ১৪.৫ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এই আপডেটে কিছু নতুন ফিচারের দেখা মিলবে যা ব্যবহারকারীর হাতে গোপনতা প্রশ্নে নিয়ন্ত্রণ অনেকটাই ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। তবে, ফেইসবুক ও অন্যান্য ডেটা ট্র্যাকিং বিজ্ঞাপননির্ভর প্রতিষ্ঠান এর বিপক্ষে কথা বলে আসছে অনেকদিন ধরেই। খবর বিডিনিউজের।
সফটওয়্যারটিতে দেখা মিলবে নতুন এক প্রক্রিয়ার। এতে বিজ্ঞাপনদাতার ডিভাইস আইডি’র জন্য অনুমতি নিতে হবে। অ্যাপল বলছে, এতে ট্র্যাকিং কমবে, ব্যবহারকারীর গোপনতার অবস্থাও উন্নত হবে। আর ফেইসবুক বলছে, এটি বিজ্ঞাপনী আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে।
নতুন আপডেটটি ব্যবহারকারীদেরকে ফেইস আইডি লক রয়েছে এমন আইফোনকে অ্যাপল ওয়াচ দিয়ে খোলার সুযোগ করে দেবে। তবে, অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেম অবশ্যই ওয়াচওএস ৭.৪ চালিত হতে হবে।
এভাবে মুখে মাস্ক পরা থাকলেও পাসকোড দেওয়া ছাড়াই আইফোনের লক খোলা যাবে। এ ছাড়াও ১৪.৫ এর মাধ্যমে নতুন করে সাজানো পডকাস্ট অ্যাপও এসে হাজির হয়েছে ব্যবহারকারীদের সামনে। পেইড সাবস্ক্রিপশনের সুযোগও থাকছে। গেইমারদেরকেও হতাশ করছে না আইওএস ১৪.৫। প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্সের কন্ট্রোলারের জন্য সমর্থন পাওয়া যাবে এতে। সিরিও আগের চেয়ে উন্নত হয়েছে। কোনো গান বাজাতে বললে কোন সেবাদাতার সেবা নিতে চান ব্যবহারকারীরা, তা জানতে চাইবে সেবাটি।