হালদা নদীতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল)।
বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন বলেন, “হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান করে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।”
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন আইডিএফ সদস্য, আনসার সদস্য ও সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান।
উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।