কোতোয়ালী থানা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

শাহাদাতের মুক্তি দাবি

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের মুক্তির দাবিতে গতকাল সোমবার বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে কোতোয়ালী থানা ছাত্রদল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, ডা. শাহাদাত একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। অবিলম্বে শাহাদাতসহ গ্রেফতার সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। একই সাথে মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, কোতোয়ালী থানা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান মিয়া, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল নাসের সাজ্জাদ, নগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ওয়াসিম, ইমরান সিদ্দিকী জেকসেন, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল হাসান, যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী জুয়েল, আহমেদ সেতাফ, মোহাম্মদ হানিফ, শাহাদাত হোসেন নাবিল, মোহাম্মদ শফি, যুবদল নেতা আইনুল ইসলাম জুয়েল, জাহিদুল হক সোহেল, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মুন্না, শাহনেওয়াজ তুষান, মোহাম্মদ শাওন, মো. সালমান, মো. আরফাত, মো. রাকিব, মো. মানিক, বদিউর আরফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. ইসমাইল খান চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২য় মেয়াদে ভিসি
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল