লবণবাহী কাভার্ড ভ্যানে মিলল ২৮ হাজার ইয়াবা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলায় লবণবাহী কাভার্ড ভ্যান থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৩টায় চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের থানা গেইটের সামনে থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ির চালক মো. ইমতিয়াজকে (২৮) আটক করা হয়েছে। ইমতিয়াজ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব রঙ্গীখালী লামার পাড়ার মো. ইউনুছের পুত্র। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা। চালক ইমতিয়াজ জানান, কঙবাজারের জনৈক ব্যক্তি ইয়াবাগুলো চট্টগ্রাম শহরে পৌঁছে দেয়ার জন্য দিয়েছিলেন। এজন্য মোটা অংকের টাকা পাওয়ার কথা ছিল তার। তবে এসব ইয়াবা কে দিয়েছে আর কে গ্রহণ করবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল সকালে চালক ইমতিয়াজকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট শুকনো খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধবিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইর পরিচালক হচ্ছেন ৭৮ জন