করোনাকালীন মানুষের সেবা প্রদান করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। কোভিড-১৯ সেবা কার্যক্রমের অংশ হিসেবে শুকনো খাবার বিতরণ কার্যক্রম গতকাল সোমবার চুন্নমিয়া লেইনে পরিচালনা করা হয়। নগরীর পাচঁলাইশ, মুরাদপুর, শুলকবহর, অঙিজেন, বিবিরহাট এলাকায় খাদ্য সংকটে থাকা অসহায়, নিম্নবিত্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সার্বিক সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, আলু, লবণ, চিনি, সুজি ইত্যাদি বিতরণ করা হয়। এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেখার হোসেন ইমুর সঞ্চালনায় কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান, অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, শাহজাহান সুফি, আনোয়ার আজম, শাহাদাত হোসেন রুমেল, রাশেদ খান মেনন। প্রেস বিজ্ঞপ্তি।