চট্টগ্রাম থেকে জামালপুর সরিষাবাড়ী পর্যন্ত পার্সেল ট্রেন চলাচল দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। বাড়ছে রাজস্ব আয়ও। গত দুদিনে চট্টগ্রাম থেকে জামালপুর সরিষাবাড়ী পার্সেল ট্রেনে প্রায় আড়াই লাখ টাকার মতো আয় হয়েছে। চট্টগ্রাম রেল স্টেশনের পার্সেল বিভাগ থেকে জানা গেছে, প্রতিদিনই পার্সেল ট্রেনে মালামাল পরিবহন বাড়ছে। এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, সোমবার (গতকাল) পার্সেল ট্রেনে চট্টগ্রাম স্টেশন থেকে ১১৫ কার্টুনে ৭ হাজার ৭০৫ কেজি মাছ গেছে। মাছ ছাড়াও শুঁটকিসহ অন্যান্য পণ্য গেছে ১৯ হাজার ৯৭৮ কেজি। এতে আয় হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২০৫ টাকা। এর আগে গত রোববার চট্টগ্রাম স্টেশন থেকে ২২ হাজার ৫২৬ কেজি পণ্য গেছে পার্সেল ট্রেনে। এরমধ্যে শুধুমাত্র মাছ গেছে ৮ হাজার ৩৭৮ কেজি। ওইদিন চট্টগ্রাম থেকে স্টেশনে আয় হয়েছে ১ লাখ ৯ হাজার ২২৮ টাকা। তিনি বলেন, পার্সেল ট্রেন চালু হওয়ার প্রেক্ষিতে প্রান্তিক ব্যবসায়ীগণ চট্টগ্রাম থেকে সরাসারি সরিষাবাড়ী পর্যন্ত একেবারে কম মূল্যে জরুরি পণ্য পরিবহন করতে পারছেন।
করোনা মহামারির কারণে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে মাছ থেকে শুরু করে অন্যান্য পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে পার্সেল ট্রেন চালু রয়েছে। শুরুতে পার্সেল ট্রেনে তেমন আয় না হলেও দিন দিন এটি জনপ্রিয় হয়ে উঠছে। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে পার্সেল ট্রেন চলাচল শুরু হয়েছে।