স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় নগরে ১৩ পথচারীর বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের ১ হাজার ৯০০ টাকা জরিমানাও করা হয়। গতকাল সোমবার টাইগারপাস, লালখান বাজার, ওয়াসা, দামপাড়া ও আমবাগান এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
আদালত পরিচালনাকালে করোনাভাইরাস রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।










