করোনায় এক দিনে ৯৭ মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৪:১৭ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ৩০৬ জনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১১ হাজার ১৫০ জনে পৌঁছাল। বিডিনিউজ
আর গত এক দিনে আরও ৩ হাজার ৩০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।
সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ৪ হাজার ২৪১ জন গত এক দিনে সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।

পূর্ববর্তী নিবন্ধধোপাছড়ি বাজারে আগুনে পুড়েছে ১২ দোকান
পরবর্তী নিবন্ধ‘লকডাউন’ আরো ১ সপ্তাহ বাড়ছে