হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ইফতার-ত্রাণ সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

একদিকে সিয়াম সাধনার মাস রমজান, অন্যদিকে করোনায় লকডাউন। আয় রোজগারের পথ বন্ধ থাকায় খেটেখাওয়া ও সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয়। এমতাবস্থায় তারা তাকিয়ে আছে সরকারি সহায়তা ও বিত্তবান ব্যক্তিদের দিকে। সরকারি নানা উদ্যোগের পাশাপাশি কোনো কোনো ব্যক্তি ও সংগঠন ইফতার ও ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়াচ্ছেন হতদরিদ্রদের পাশে।
মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদ : পবিত্র মাহে রমজান ও চলমান লকডাউনে আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর ব্যবস্থাপনায় নগরীতে পাঁচশ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। গতকাল রোববার বাদে আসর নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেইট, শেরশাহ কলোনি মোড়, অঙিজেন মোড় ও আতুরার ডিপো মোড়ে রোজাদার ও সাধারণ মানুষের মাঝে রান্না করা ইফতারি বিতরণ করেন আরশেদুল আলম বাচ্চু। এসময় ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ-সম্পাদক আক্তার হোসেন সৌরভ, কামরুল ইসলাম রাসেল, আশেকুন নবী, এম হাসান আলী, সাইদুর রহমান শাকিল, সৈয়দ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কোতোয়ালী থানা বিএনপি : করোনাভাইরাসের কারণে দেশের খেটে খাওয়া মানুষদের আয়ের উৎস এখন বন্ধ। তাই শ্রমজীবী হতদরিদ্র মানুষেরা আজ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এসময় অসহায় মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত মানবতার সেবায় কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ব্যক্তিগত পক্ষ থেকে বিগত কয়েকদিন ধরে ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বিকালে শিব বাড়ী লেইনস্থ জাকির হোসেনের বাস ভবনের সামনে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবদুল নাসের সাজ্জাদ, মোহাম্মদ মিয়া, মো. শফি সওদাগর, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ ওয়াসিম, মো. ইছহাক, আইনুল ইসলাম জুয়েল, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন মুন্না, মো. রানা, মো. সালমান প্রমুখ।
বায়েজিদ থানা শ্রমিক লীগ : শ্রমিক লীগ বায়েজিদ থানার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সভাপতি মুহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে শাহ মোবারক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগ মহানগরের সভাপতি বখতেয়ার উদ্দিন খান। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ মহানগর সহ-সভাপতি মো. নুরুল আলম, বাস্তহারা লীগ মহানগরের সভাপতি মো. জানে আলম, বায়েজিদ থানা শ্রমিক লীগের সহ-সভাপতি নুরে ইয়াসিন, লায়ন রিমন মুহুরী, ফয়সাল ইকবাল, মহিউদ্দিন মহি, যুগ্ম সম্পাদক আলী হিরো, প্রচার সম্পাদক মো. সোহেল, দেলোয়ার হোসেন, ইস্কান্দার বিটু, মো. সুমন প্রমুখ।
সমাজসেবক শিপু : পবিত্র মাহে রমজান ও করোনা মহামারীতে চলমান লকডাউনে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বহদ্দারহাট হক সুপার মার্কেটের উপদেষ্টা সমাজসেবক নুরুল আলম শিপু। গতকাল দারুচ্ছুন্নাহ ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায়সহ বিভিন্ন পথচারীদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাজু, রমজান, নূর আলম সিদ্দিকী প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণকালে নুরুল আলম শিপু বলেন, প্রত্যেক সামর্থ্যবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। রমজানই হচ্ছে কোন কিছু দান করার প্রকৃত সময়।
চকবাজার থানা ছাত্রলীগ : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডে শতাধিক অসহায় ছিন্নমূল ও দুস্থ রোজাদারদের মাঝে চকবাজার থানা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম তাওসীফ, সহ-সভাপতি আওরাজ ভূঁইয়া রনক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ হোসেন ফারুক, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক ইমন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দীন কাদের, সহ-সভাপতি হায়দার আলী প্রমুখ।
ছাত্র-যুব ঐক্য পরিষদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে আমানত শাহ দরগাহ প্রাঙ্গণে তানজিমুল মুসলীমিন এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে ইফতার বিতরণ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। ছাত্র-যুব ঐক্য পরিষদ, ৪নং চান্দগাঁও ওয়ার্ড চট্টগ্রাম মহানগরের উদ্যোগে যুবনেতা সাজ্জাদ আলীর ব্যবস্থাপনায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সদস্য হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবর রহমান, নরুল আনোয়ার, সনত বড়ুয়া, আতিকুল্লাহ, আবু নাসের চৌধুরী আজাদ, আবুল বশর, আরিফুল ইসলাম মাসুম, মো. হাসান, অ্যাড. সৈয়দ রবি, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মো. সাহেদ, কায়ছার আহমেদ রাজু, মো. রাকিবুল হুদা প্রমুখ।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিতে করোনায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে জেলায় প্রায় দুই কোটির অধিক টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে। প্রধামনমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলার দুঃস্থ পরিবার এবং আসন্ন মাছ ধরা বন্ধকালীন জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন।
গতকাল রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জানান, সদরসহ জেলার মোট ১০ উপজেলার ৫০ ইউনিয়নে করোনায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণ সহায়তা দিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মোট ২৫ লাখ ২০ হাজার টাকা, রাঙামাটি পৌরসভায় ২ লাখ টাকা, বাঘাইছড়ি পৌরসভায় ১ লাখ টাকা এবং রাঙামাটি জেলা প্রশাসনকে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ১০ উপজেলার ৫০ ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পরিবারপ্রতি নগদ ৫০০ টাকা করে বিতরণের জন্য ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব বরাদ্দ বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে উপবরাদ্দ দেওয়া হয়েছে- যেগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জেলার দুঃস্থ মানুষের মধ্যে ভিজিএফ চাল বিতরণ চলছে। এ মৌসুমে কাপ্তাই হ্রদে আসন্ন মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে এসব বরাদ্দও পাওয়া গেছে বলে জানান জেলা প্রশাসক।
বোয়ালখালী : বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গরীব ও অসহায় পরিবারের মাঝে স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকালে ইফতার সামগ্রী তুলে দেন সমাজ সেবক হাজী জিয়া উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম জহুর। উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হাজী নাছের আলী, শ্রমিক নেতা মো. সেলিম, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন সুমন, সত্যজিদ সরকার পিন্টু, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, বোয়ালখালী কলেজ ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না, সাজ্জাদ হোসেন প্রমুখ। এসময় এলাকার গরীব ও অসহায় ৬শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সিআরবি শিরিষতলা : নগরীর সিআরবি শিরিষতলায় ৫০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গত শনিবার ইফতার বিতরণ করেন সমাজসেবক মোবারক আলী। এবারের লকডাউনের প্রথম দিন ১৪ এপ্রিল থেকে প্রতিদিন নগরীর ৩০ থেকে ৪০টি অসহায় দরিদ্র পরিবারের কাছে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিচ্ছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শাকিল, রনি, আসিফ, ডা. সবুজ, ডা. সামি, রিয়াদ, আফফান, সাকিব, রিসাদ, প্রিজম, তুহিন, ইমন, বেলাল, মোকতার, জাকির, রায়হান, নয়ন প্রমুখ।
পাঁচলাইশ থানা ছাত্রলীগ : বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল অসহায় ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলী জনি। গতকাল ১নং রেইল গেইট, ফরেস্ট গেইট, পিলখানা, বশর মাকেট, জুলমান শাহ মসজিদ এলাকায় ইফতার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাকারিয়া বাবু, ইমন, নুরনবী, সুকান্ত দাশ, সাগর বড়ুয়া, সাজ্জাদ, রাহাত, ইরফান, জনি, রুবেল দাশ প্রমুখ।
প্রয়াস : প্রয়াস সামাজিক সংগঠন, মরহুম সামসুল আলম চৌধুরী স্মৃতি সংসদ এবং পরিবারের পক্ষ থেকে সম্প্রতি রহমান নগর আবাসিক এলাকায় এতিম ও হেফজখানায় ইফতারসামগ্রী বিতরণ করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন মরহুমের নাতনি ও প্রয়াসের কার্যকরী সদস্য ওয়াজিহা রুহানা চৌধুরী আফরা। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলের সংগঠনের সদস্য সুলতান মাহমুদ রাজিব, মিনহাজুল হক মিনার, নুসরাত জাহান, মোসলেম উদ্দিন ও হাসান ইহলান চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রয়াসের সহ-সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি এবং সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমান রাসেল।
সন্দ্বীপ : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন ও অসহায় হয়ে পড়া পৌরবাসীর মাঝে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল রোববার সন্দ্বীপ কার্গিল স্কুল মাঠে সন্দ্বীপ পৌরসভা প্রশাসন ও পৌরসভা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সহযোগিতায় উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, প্যানেল মেয়র শফিকুল মাওলা, কাউন্সিলর গাজী মোহাম্মদ ওয়াহিদুল আলম ফারবেজ, কাউন্সিলর শাকিল উদ্দিন খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ : করোনায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত দেড় লাখ পরিবারে গাউসিয়া কমিটির ত্রাণ সহায়তা তহবিলে ২৫ এপ্রিল বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশনে সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহর হাতে ‘ভালোবাসার পোটলা’ প্রদান করেছেন দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল। এসময় তিনি বলেন, করোনা মহামারীর ক্রান্তিকালে গাউসিয়া কমিটি করোনায় আক্রান্ত মৃতব্যক্তিদের দাফন কাফন কার্যক্রম করে অসাম্প্রদায়িক চেতনার রূপের সাথে সমাজকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি দেশব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃতদের কাফন-দাফন কার্যক্রম, অসুস্থ রোগীদের আ্যম্বুলেন্স সহায়তা, অঙিজেন সরবরাহ কার্যক্রম এবং শেষে দেশের দেড় লাখ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণের সাথে সংশ্লিষ্ট গাউসিয়া কমিটির কর্মীদের সম্মানিত করতে ও সুরক্ষা সামগ্রী দিয়ে তাঁদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মুুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, এম.জে. মামুন, মুুহাম্মদ দেলোয়ার প্রমুখ।
সীতাকুণ্ড : লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। গতকাল রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সীতাকুণ্ডে দুইশত পরিবহন শ্রমিকদের মাঝে দিদারুল আলম এমপি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলি শামিম, দিদারুল আলম এ্যাপোলো, চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার সমিতির সাধারন সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, মোস্তফা হাকিম ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, মোফাক্কর চৌধুরী, খুরশিদ আলম, সেলিম প্রমুখ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দরিদ্র, অসহায় ও কোভিড-১৯ এর কারণে বেশি ক্ষতিগ্রস্ত ১৫,৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় রাজধানী ঢাকাসহ ৪টি জেলা ও সিটি ইউনিটের মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত বিশেষত যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিটি পরিবারের মাঝে (খেজুর, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, মুড়ি, চিড়া, ছোলা, বেসন, সেমাই ও সুজি) বিতরণ করা হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগ জানায়, পবিত্র রমজান মাস ও কোভিড-১৯ পরিস্থিতিতে ঢাকা সিটি এলাকায় ৫০০ পরিবার, রাজশাহী জেলায় ১০০০ পরিবার, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ১০০০ পরিবার, নরসিংদী জেলায় ৫০০ পরিবার, মুন্সীগঞ্জ জেলায় ৫০০ পরিবার, নারায়নগঞ্জ জেলায় ৫০০ পরিবার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের মাধ্যমে ১,০০০ পরিবার ও কক্‌্রবাজারের উখিয়া-১১ ক্যাম্পে বসবাসরত বাস্তচ্যুত মায়ানমারের নাগরিক ও উখিয়ার স্থানীয় কমিউনিটির ১০,৩০০ পরিবারসহ সর্বমোট ১৫,৩০০ পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ শুরু হয়েছে। উপকারভোগী নির্বাচনে অতি দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের পরিবারসমূহকে অগ্রাধিকার প্রদান করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আইন কলেজ ছাত্রলীগ : চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ নেত্রী জেসমিন আক্তার জেসির নিজ উদ্যোগে গতকাল নগরীর পাহাড়তলীতে সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মহীন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন সাকু, জসিম উদ্দিন মিঠুন, মাকসুদুর রহমান মাসুদ, আব্দুল খালেক সোহেল, ইসমাইল হোসেন শিমুল, মো. সোহেল, কাজী ইকবাল, জয়নাল আবেদীন রুবেল প্রমুখ।
স্বপ্নযাত্রী ফুডব্যাংক : স্বপ্নযাত্রী ফুডব্যাংকের ২০০তম মেগা ইভেন্ট উপলক্ষে নগরীর কোতোয়ালী থেকে আন্দরকিল্লা, চকবাজার, জামালখান, কাজীর দেউড়ি, লালখান বাজার, ওয়াসা হয়ে অক্সিজেন পর্যন্ত ফুটপাতে অবহেলিতভাবে পরে থাকা অভুক্ত রোজাদারদের মাঝে সেহেরীর খাবার বিতরণ করা হয়।বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন (পিপিএম)।এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন, চট্টগ্রাম মহানগরের সভাপতি আবদুল কাদের বাদশা, সিনিয়র সহ- সভাপতি রুবেল মাহমুদ, সহ সভাপতি জীবন মাহমুদ, সাফায়েত শিহাব, মোহাম্মদ নাঈম হোসেন, তালহা রহমান, মোহাম্মদ জাহেদ আলম, জামান চৌধুরী শিপলু, দিদারুল আলম, মোহাম্মদ আল-আমিন, কবির আহমেদ, ইিলিয়াস রিপন, ইজাজ আহম্মেদ, ফরহাদ, আরিফ, শফি, ইলিয়াস রিপন, নয়ন প্রমুখ।
আ. লীগ নেতা মসিউর রহমান চৌধুরী :মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরীর সহযোগিতায় গত শনিবার পোর্ট সিটি সিনিয়র ক্লাব হলরুমে করোনাকালীন লকডাউনে বেকার হয়ে যাওয়া হকার ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, প্রবীন কুমার ঘোষ, সুজিত সেন।মসিউর রহমান চৌধুরী বলেন, করোনা কোভিডে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব আজ আক্রান্ত। অনেক উন্নত দেশগুলি আজ করোনা মহামারীর প্রতিরোধে হিমশিম খাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য ও অর্থনীতি আজ হুমকির মুখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে এই ভয়ানক পরিস্থিতিকে সামাল দিয়ে যাচ্ছেন। তিনি সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
রাউজান : রাউজানের ১২ শ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছে ফজলে করিম ফাউন্ডেশন। গত ২৪ এপ্রিল ডাবুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব খাদ্য দ্রব্য বিতরণ করেন ফাউন্ডেশনের পক্ষে এলাকার চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী লালু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন প্রধানমন্ত্রীর ঘোষনা দেশের কোনো মানুষ অভুক্ত থাকবে না। আমাদের লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা। ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন সেই কাজটি করে আসছে গত দুই বছর থেকে। তিনি এই উদ্যোগে সামিল হওয়ার জন্য চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, বক্তব্য রাখেন চেয়ারম্যান আবদুল রহমান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে রোটারি ক্লাবের অক্সিজেন কন্সেনট্রেটর প্রদান
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন : কাদের