রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্র্যান্টের পক্ষ থেকে চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালের করোনা ইউনিটের জন্য ২টি অক্সিজেন কন্সেনট্রেটর অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। গত ২৩ এপ্রিল নগরীর ইকুইটি অফিসে অনুষ্ঠানিকভাবে কন্সেনট্রেটর সমূহ হস্তান্তর করেন লেফটেন্যান্ট গভর্নর (২০১৯-২০) রোটারিয়ান মাহফুজুল হক। এ সময় রোটারি ক্লাবের পক্ষে আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান সানিউল ইসলাম, মাহবুবুর রহমান, এম দিদারুল ইসলাম, মুজিবুর রহমান চৌধুরী, জাবেদ, ওমর ফারুক, ইউছুপ। হাসপাতালের পক্ষে কন্সেনট্রেটর সমূহ গ্রহণ করেন প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ট্রেজারার রেজাউল করিম আজাদ, উপ-পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম, সহকারী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) রোটারিয়ান ডা. কামাল হোসেন জুয়েল ও ডা. ফাহিম হাসান রেজা। সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং রেজাউল করিম আজাদ জাতির এই কঠিন মুহূর্তে হাসপাতালে রোগীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য এবং মা-ও-শিশু হাসপাতালের পাশে থাকার জন্য রোটারিয়ানবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












