বিভিন্ন স্থানে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক পথশিশু, অসহায় নারী, প্রতিবন্ধী ও রিকশা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার বড় দারোগারহাট থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ইমরান হোসেন, সদস্য সঞ্জয় দাশ, জসিম উদ্দীন, আকবর হোসেন রিপন, রাসেল মাহমুদ, রেজাউল করিম, সায়মন, আয়েশা সিদ্দকী প্রমুখ।
ভাটিয়ারী : কর্মহীন হয়ে পড়া ভাটিয়ারী ইউনিয়নে বসবাসরত ৫০ জন পরিবহন চালকের মাঝে দিদারুল আলম এমপির অর্থায়নে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চালকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল উদ্দীন, আলমগীর হোসেন মাসুম, মাঈনুদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সেলিম বক্স, জাফর আহমদ, নুরুল আবছার, জানে আলম, সালাউদ্দিন, ফারুক আহমেদ, শাহীন আহমেদ, মো. উছমান, আরমান প্রমুখ।
শুলকবহর ওয়ার্ড : শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মহীন, হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে গত শুক্রবার ত্রাণ বিতরণ করেছেন এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মহিউদ্দিন, মো. নুর নবী, মো. আমজাদ হোসেন, মো. মনিরুর জামান, মো. সাইফুদ্দিন, মো. মনিরুল ইসলাম, মো. রুবেল হোসেন, মো. শাকিল, মো. হোসেন, মো. শফিকুল রহমান, মো. মিজানুর রহমান প্রমুখ।
স্বেচ্ছাসেবক লীগ : স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রশিদ লোকমানের উদ্যোগে হযরত মিছকিন শাহ্‌ (রাহ:) এর মাজারের আশপাশের হতদরিদ্র গরীব, ফকির, মিসকিন ও পথচারীদের মাঝে গত বৃহস্পতিবার রাত তিনটার সময় সেহেরী, কোমল-পানি ও তোহফা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন এম এ নেওয়াজ, এরশাদ চৌধুরী, জামশেদ আহম্মেদ, মো. আরমান চৌধুরী, সেলিম উল্ল্যাহ্‌ আনছারী, স ম জিয়াউর রহমান, মো হাসান মুরাদ, সাথী কামাল, আইয়ুব চৌধুরী, ওয়াসিম উদ্দিন, ললিত চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. আসিফ আহম্মেদ, দুর্জয় নাথ, আরমান আহম্মেদ, অভি প্রমুখ।
আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া : আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আল্লামা শাহ সুফি আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দীন (মজিআ)’র নির্দেশনায় গত শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় পথচারী ও ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ওয়াসিম আকরাম, সাকিব আলম, মোক্তার হোসেন, আব্দুল মালেক, জাবেদ নেজামী, সাধারণ সম্পাদক গোলাম শরীফ, আলী রাসেল, মোহাম্মদ ইকবাল, মো. কায়সার, দিদার আলী, আকবর আসিফ প্রমুখ।
পরৈকোড়া ইউনিয়ন : আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে গত ২৪ এপ্রিল দুইশত লোকের মাঝে তৃতীয় ধাপে ইফতার সামগ্রী বিতরণ করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা এম নুরুল হুদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা মো. নাজিম উদ্দীন, মো. সুমন চৌধুরী, আনছার মিয়া, মো. সজীব মিয়া, আজগর আলী, আতিকুর রহমান, আবুল বশর, নাছির উদ্দীন, মন্‌জুর আলম, বদি মিয়া বদ্দ, ইনুছ মিয়া, শাহ্‌ আলম, ফরিদুল ইসলাম, মো. আলমগীর, মাহ্বুল্ল্যা মিয়া প্রমুখ।
কালীপুর : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলমের ব্যক্তিগত উদ্যোগে ৬ শতাধিক পরিবারের মাঝে চালসহ ইফতার সামগ্রী প্রদান করেন। নিজ ও পারিবারিক উদ্যেগে চেয়ারম্যানের বাড়িতে সাধারণ জনগনের মাঝে গতকাল শনিবার ও শুক্রবার এ সব উপহার সামগ্রী বিতরণ কেেরন তিনি।
খানখানাবাদ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় জরুরি মানবিক সহায়তা হিসেবে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার খানখানাবাদ ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, এ সময় ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ জামাল মিঞা, ইউপি সদস্য দিদারুল আলম, নুর হোসেন, আব্দুল হক, ফরিদা আকতার, নিলুফা আকতার, মো: ইসমাঈল প্রমুখ উপস্থিত ছিলেন।
গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব মদিনা মনোয়ারা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত শুক্রবার প্রবাসী মিলনায়তনে গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব মিয়াজী সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হান্নান মুসাফির। উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন-অর-রশিদ, এস এম গিয়াস উদ্দিন, গাজী মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ মহিউদ্দিন রেজভী, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ কাউসার খান, মোহাম্মদ কামরুল ইসলাম, সৈয়দ মো. মোরশেদ, হযরত আলী, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মনির, মোহাম্মদ মোরশেদ প্রমুখ। শেষে বৈশ্বিক মহামারী করোনার পরিস্থিতি থেকে বিশ্ব মুসলিম মিল্লাতকে রক্ষার জন্য বিশেষ মুনাজাত করা হয়।
দারুল মুস্তফা মডেল মাদ্রাসা : কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে গোপনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ভালোবাসার পোটলা পৌঁছে দিচ্ছেন চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। গত শুক্রবার নগরীর এককিলোমিটারস্থ নাফিস ভবন থেকে পোটলাগুলো ঘরে ঘরে পোঁছানোর কার্যক্রম শুরু হয়। মনিটরিং কমিটির মাধ্যমে হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরীর কয়েকটি এলাকায় কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন মুুহাম্মদ এয়াকুব, মুুহাম্মদ রাশেদুুল হক সুমো, এম শামসুল আলম, এস এম জেড খসরু, মুুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুুহাম্মদ মহিউদ্দিন, মুুহাম্মদ ফোরকান, মুুহাম্মদ শওকত হোসেন, এস এম মুজিবুর রহমান প্রমুখ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে উদ্যোগটি চলবে। প্রয়োজনে সহায়তার আওতায় আরো পরিবারকে যুক্ত করার কথাও জানান মুহাম্মদ মিজানুর রহমান।
আবদুর রহমান ফাউন্ডেশন : আবদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার চকবাজার কাপাসগোলা মকবুল সওদাগর লেইনে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজু, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, একে এম আনিসুজ্জামান, আবুল খায়ের বাচ্চু, মনজুরুল আনোয়ার মান্নান, মুজিব ইমরান বিপ্লব প্রমুখ।
আ’লা হযরত ও শেরেবাংলা স্মৃতি সংসদ : হাটহাজারীর ৫০টি অসহায়, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার ও ত্রাণসামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছাই দেন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ইমাম আ’লা হযরত (রহ.) ও ইমাম শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের কর্মকর্তারা। ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নেজামুর রহমান আলকাদেরী, মুহাম্মাদ রমজান আলী, মোহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ সাকিবুর রহমান চৌধুরী, মুহাম্মদ সাদমান উদ্দীন চৌধুরী প্রমুখ।
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি পাইন্দং শাখা : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ব্যবস্থাপনায় শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে করোনায় পর্যুদস্ত ও এলাকার সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পাইন্দং শাখার সভাপতি মো. সায়েম উদ্দিন চৌধুরী টিপু, উপদেষ্টা মো. নুরুল হক সওদাগর, নঈম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, মো. সালাহ উদ্দীন, আনিস উদ্দীন সোহেল, মো. রবিউল হোসেন, মো. ইব্রাহিম খলিল জাবেদ, সাদ্দাম হোসেন, জুবায়ের প্রমুখ।
ডাবুয়া নব-দিগন্ত ক্লাব : রাউজান পশ্চিম ডাবুয়া নব দিগন্ত ক্লাবের উদ্যোগে পবিত্র রমজানে মাসব্যাপী ইসলামী মাসআলা-মাসায়েল প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি ২৩ এপ্রিল কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন ক্লাব কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আবুল বশর মাইজভান্ডারী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ক্লাবের এম মনচুর আলম, মোরশেদুল হক চৌধুরী, মো. জাকির হোসেন, এম গিয়াসউদ্দিন, ক্লাবের সভাপতি মাষ্টার শফিউল বশর, মাওলানা আলাউদ্দিন, হাফেজ মো. শাহাদাত হোসেন, মোহাম্মদ আকিব প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশর মাইজভান্ডারী।
ছালেহ জহুর ফাউন্ডেশন : ছালেহ জহুর ফাউন্ডেশনের উদো্যগে হতদরিদ্র ফাউন্ডেশনের চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সোহেল মাহমুদ দুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। ঈদ সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান মুরশেদ ভূইয়া, আব্দুল খালেক, শ্রমিক চাঁদ মিয়া, মনু মিয়া এডভোকেট মাসুদুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. ফেরদৌস প্রমুখ।
সরইপাড়া ওয়ার্ড : ১২নং সরইপাড়া ওয়ার্ডে এলাকার দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ২৪ এপ্রিল কাউন্সিলর নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এম শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশী, আমিনুল হক, এডভোকেট আরশাদ হোসেন, আবু সৈয়দ খান, আলমগীর আলম মুজিব, ফোরকান, রিদোয়ান ফারুক, শেখ রাজিব, রুবেল আহমেদ, হাজী মন্‌জু, হান্নান খান ফয়সাল, ইমাম হোসেন ইমন, জাহাংগীর বেগ, সাইফুল হাবিব, গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম মিজান, মাসুদ মিয়া প্রমুখ।
ছাত্র-যুব ঐক্য পরিষদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র-যুব ঐক্য পরিষদ, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড চট্টগ্রাম মহানগরের উদ্যোগে যুবনেতা মনোয়ার হোসেন নোবেলের ব্যবস্থাপনায় গতকাল নগরীর আলকরন মোড়ে অসহায় দুস্থ ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মহিউদ্দিন বাচ্চু। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সদস্য হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবর রহমান, নুরুল আনোয়ার, সনত বড়ুয়া, আতিকুল্লাহ, আবু নাসের চৌধুরী আজাদ, আবুল বশর, আরিফুল ইসলাম মাসুম, হাসান, এডভোকেট সৈয়দ রবি, রুবেল, শহীদুল ইসলাম শহীদ, সাহেদ, কায়ছার আহমেদ রাজু, রাকিবুল হুদা, রিপন হাবিব, শাহাদাত হোসেন টিটু, আবু তৈয়ব, রাজীব দাশ, বকুল, ফারহান সোহেল, মাকসুদ, ফারুক, সিরাজুল ইসলাম আকাশ, তানভীর আমিন, আকিল, মারুফ, প্রান্ত, ইউসুফ, রবি, আকবর প্রমুখ।
হাজারী লেইন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি : করোনা পরিস্থিতিতে সমাজের অসহায় ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে ওষুধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম হাজারী লেইন শাখার নেতৃবৃন্দ। শনিবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিনের হাতে ১০০ প্যাকেট ত্রাণ সামগ্রী প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রতি প্যাকেট ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাউল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ ও ২ কেজি আলু। ত্রাণ সামগ্রী প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) হাজারী লেইন শাখার সভাপতি সমীর কান্তি সিকদার, সহ-সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সদস্য অশোক কুমার দাশ, জয় প্রকাশ দাশ, বিক্রম দাশ, শিবু প্রসাদ দাশ প্রমুখ।
তারেক সোলেমান সেলিম স্মৃতি ফাউন্ডেশন : মরহুম জননেতা তারেক সোলেমান সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে আলকরণ এলাকার মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান আল মাহমুদ, জালাল উদ্দিন ইকবাল, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ ঈসা, মাকসুদুল আলম বাবুল, তারেক ইমতিয়াজ ইমতু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, কমল দে, তারেক ইফতেকার ইফু, মামুনুর রশীদ, মাসুদ করিম টিটু, জহির উদ্দিন বাবর, মনসুর আলী চৌধুরী, আবুল কাশেম, দীপক কান্তি চৌধুরী, পরিমল ধর, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মাবুদ, সুভাষ বিশ্বাস, যদু বাবু, রাম চক্রবর্তী, চঞ্চল পারিয়াল, বাবু দত্ত, মোহাম্মদ ইউনুস, শাহ আলম ইমন, ইয়াসির আরাফাত, সোহেল আলম হিরু, দেলোয়ার হোসেন প্রমুখ।
কোতোয়ালী থানা ছাত্রদল : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নগরীর কোতোয়ালী থানা ছাত্রদলের পক্ষ থেকে ২০নং দেওয়ান বাজার ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ আবুল বশর, ওসমান গনি, সালাউদ্দিন, সাইফুদ্দিন যুবরাজ, আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক, বিপ্লব চৌধুরী বিল্লু, এয়াকুব আলী জুয়েল, আহমেদ সেতাফ, হানিফ, কফিল, শাহাদাত হোসেন নাবিল, কুতুব উদ্দিন মুন্না, শাহনেওয়াজ তুষান, আবদুল হাদি মাসুদ, রাফি, তুহিন, রিপন, রাহাদ, সুজন দে, ডালিম, সাদ্দাম আলী শাওন, সালমান, মানিক প্রমুখ।
সীতাকুণ্ডের বারৈয়াঢালা : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, হতদরিদ্র এক হাজার মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দীন রেহান। গতকাল শনিবার উপজেলার ছোটদারোগারহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. এম. আল মামুন। বারৈয়ারঢালা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি নুর মোস্তফার সভাপতিত্বে এবং ইউপি সদস্য দিদারুল আলমের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, সাইদুল ইসলাম, ইসমাইল সিরাজী।
পটিয়ার আশিয়া : পটিয়া প্রতিনিধি জানান, উপজেলার আশিয়ায় ঘরে ঘরে গিয়ে ৬শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ভোগ্যপণ্য পৌঁছে দিয়েছেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা ইমরান উদ্দীন বশির। এসময় উপস্থিত ছিলেন ছগীর আহামদ, ছিদ্দিক আহামদ, শফিউল আজম, হোসেন রনি, এম এ রহিম, সাইফুদ্দীন, আরিফুদ্দীন বাবু, আলী আজগর খোকন, আবুল বশর, নাজিম উদ্দীন, শহীদ, সোহেল, সাইফুল ইসলাম, আবদুল্লাহ হৃদয়, নাজিম নাঈম, তৌহিদ, জাফর, ফয়সাল, ছোটন, মোস্তাফা প্রমুখ।
তারুণ্যের প্রতীক : পবিত্র রমজান মাসে ইফতারের সময় সাধারণ মানুষের হাতে ইফতারি তুলে দিচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের প্রতীক বাংলাদেশ। মাসজুড়েই এই সংগঠন নগরীর পথশিশু, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষসহ পথে থাকা মানুষকে ইফতার করাবে। প্রতিষ্ঠাতা সভাপতি জিএম তাওসীফ বলেন, নগরীরে পিছিয়ে থাকা হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্‌ খান সাকিব, কার্যনিবার্হী সদস্য মফিজুল খায়ের সাকিব, জাহেদ হোসেন প্রমুখ।
মসিউর রহমান চৌধুরী : পোর্ট সিটি সিনিয়র ক্লাবের হল রুমে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় করোনাকালীন লকডাউনে সাময়িক বেকার হয়ে যাওয়া হকারদের মধ্যে এবং নাম প্রকাশে অনিচ্ছুক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, প্রবীন কুমার ঘোষ, সুজিত সেন।
রহমত উল্লাহ ফাউন্ডেশন : রহমত উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন ডিজএ্যবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিচার্স সেন্টারের প্রতিবন্ধী ভাই বোনদের মাঝে গতকাল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি রুবা আহসান চৌধুরী ও সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরীর ভাস্করের সহযোগিতায় এতে উপস্থিত ছিলেন ডিডিআরসি’র নির্বাহী সাজ্জাদ কাউছারসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
মীরসরাই উপজেলা প্রশাসন : মীরসরাই প্রতিনিধি জানান, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া এক’শ ১০ পরিবারকে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সরকারহাট এন.আর. উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ওই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ইফতেখারুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. জাকারিয়া, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সঞ্জীব কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন ভূঞা, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওযাহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু উপস্থিত ছিলেন।
গাউসিয়া কমিটি চরকানাই ৫নং ওয়ার্ড : গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া হাবিলাসদ্বীপ চরকানাই ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে পটিয়া চরকানাই জেবল হোসেন চৌধুরী জামে মসজিদ চত্বর দররবারে শাহ্‌ আজিজিয়া প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে ২১২টি পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। গাউসিয়া কমিটি ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মুহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নুর ছোবহান চৌধুরী, হারুন রশিদ, মাওলানা মুহাম্মদ এয়াকুব আলী, আলী আবছার, এস.এম নজরুল ইসলাম, কাজী মুহাম্মদ আলমগীর, মহিউদ্দিন, শফিউল আজম বাদশা, আব্দুর রহিম চৌধুরী, শাহাজাদা ইদ্রিস চৌধুরী সেলিম, মুহাম্মদ নুর আলী চৌধুরী, মুহাম্মদ নুর রহমান চৌধুরী প্রমুখ।
মিয়াজী ফাউন্ডেশন : হাটহাজারী প্রতিনিধি জানান, মির্জাপুরে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল মির্জাপুর আশ্রয়ণ প্রকল্প ও আদর্শ গ্রামে হতদরিদ্র ৩শ ৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিয়াজি ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান গনি মিয়াজি। স্থানীয় মসজিদ চত্বরে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ জাহেদ, মির্জাপুর ইউপির সাবেক মেম্বার শাহিনুল হক শাহেদ, এনাম উদ্দিন, মহিউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধনাশকতা ঠেকাতে রেলস্টেশনে মহড়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭১ জন