নগরীতে ১১ ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা

লকডাউন অমান্য

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

চলমান লকডাউন অমান্য করে দোকানপাট খোলা, মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে নগরীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ টি মামলা দায়ের করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় জরিমানা হিসেবে আদায় করা হয় ৬ হাজার ৮৫০ টাকা। জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লকডাউন সফল করতে নগরজুড়ে ১১টি অভিযান পরিচালনা করা হয়। ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২টি মামলা দিয়ে জরিমানা হিসেবে ৬ হাজার ৮৫০ টাকা আদায় করা হয়। লকডাউন চলমান থাকা পর্যন্ত এমন অভিযান চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার