শিরোপা স্বপ্ন এখনো জিইয়ে আছে বার্সার

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১১:৪৮ পূর্বাহ্ণ

লা লিগার শিরোপা স্বপ্ন এখনো জিইয়ে আছে বার্সার। বৃহস্পতিবার রাতে গেটাফেকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে অবদান রেখে ম্যাচের নায়ক মেসি। লিগে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর গত রাউন্ডে রিয়াল মাদ্রিদের মাঠে হেরে বসে বার্সেলোনা। অষ্টম মিনিটে মেসির নৈপুণ্যে এগিয়ে যায় বার্সা। সের্হিও বুসকেতসের রক্ষণচেরা থ্রু পাস বার্সেলোনা অধিনায়ক পান মাঝমাঠে। সেখান থেকে দারুণ ক্ষিপ্রতায় সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো শটে খুঁজে নেন ঠিকানা। দ্বাদশ মিনিটে গোল হজম করে বার্সা। ২৮ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে গেটাফে। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান মেসি। এবারের লিগে তার গোল হলো সর্বোচ্চ ২৫টি। বিরতির পর আরো একটি গোল শোধ করে গেটাফে। খেলার একেবারে শেষ দিকে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু মেসি সেটি না নিয়ে সুযোগ দেন গ্রিজমানকে। কোনো ভুল করেননি বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। ৩১ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে ফিরল বার্সেলোনা। একটি করে ম্যাচ বেশি খেলা রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে ৭০ ও ৭৩।

পূর্ববর্তী নিবন্ধনতুন সিস্টেম দাঁড় করানোর তাগিদ ডমিঙ্গোর
পরবর্তী নিবন্ধসেন্ট ভিনসেন্টবাসীর জন্য উইলিয়ামসের সাহায্য কামনা