মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে রাউজান উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
নগর পুলিশের এডিসি ও জনসংযোগ কর্মকর্তা শাহ মোহাম্মদ আব্দুর রউফ গতকাল শুক্রবার আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- রাউজান উপজেলার সৈয়দপুর এলাকার মৃত মনসুর আলীর ছেলে মো. নেওয়াজ শরীফ প্রকাশনেওয়াজ (২৯), একই উপজেলার ডাবুয়া এলাকার গোলাপুর রহমানের ছেলে মো. উসমান (২৯) ও পাশের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরের মো. আনোয়ার হোসেনের ছেলে খোরশেদুল আলম প্রকাশ মিজান (২৭)।
আব্দুর রউফ জানান, আকবরশাহ হাউজিং সোসাইটি থেকে গত ২১ এপ্রিল জুয়েল খান নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করলে থানা পুলিশ মামলাটি আমলে নেন। একপর্যায়ে তদন্ত পূর্বক অভিযান চালিয়ে রাউজানের বিভিন্ন এলাকা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া মোটরসাইকেলটি পোল্ট্রি ফার্মের স্টোর রুম থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকী ঘটল ৫৩ ক্রুর ভাগ্যে?
পরবর্তী নিবন্ধঅভিযোগ গঠনের ৫ বছরেও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ