চট্টগ্রামে আরো দুই মৃত্যু

নতুন শনাক্ত ২৯৮

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

এপ্রিলের শুরু থেকে চট্টগ্রামে দৈনিক ৫ জনের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে সেটি অনেকটা কমে আসছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। আগের ২৪ ঘণ্টায় ৩ জন। তারও ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এর আগে গত ২০ এপ্রিল মারা গেছেন ৭ জন, ১৯ এপ্রিল ৫ জন, ১৮ ও ১৭ এপ্রিল ৭ জন করে এবং ১৬ এপ্রিল মারা গেছেন ৮ জন। জেলা প্রশাসনের থেকে প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের ১ জন জেলার এবং অপরজন নগরীর বাসিন্দা। এ নিয়ে গত ৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত মাত্র ১৯ দিনে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয় জানায়, করোনা ভাইরাসে চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯ জন মারা যান ১০ এপ্রিল। এছাড়া, করোনাকালের সর্বোচ্চ ৫৪১ জন আক্রান্ত শনাক্ত হয় ১১ এপ্রিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যুর পাশাপাশি করোনায় চট্টগ্রামে নতুন শনাক্ত হয়েছে ২৯৮ জনের। ১ হাজার ৭৬৫ টি নমুনা পরীক্ষায় এ ২৯৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ২৯৮ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৪৮ হাজার ৪৩৭ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৮ হাজার ৮৯১ জন ও জেলার ৯ হাজার ৫৪৬ জন। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৪৮২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে মহানগরীর ৩৫৯ জন ও জেলার ১২৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪২ টিসহ এ পর্যন্ত মোট ৩ লাখ ৯৪ হাজার ৭২টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৪৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত ২৯৮ জনের মধ্যে ২৪৪ জন নগরী ও ৫৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৫৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৩৬ আর জেলার ৩৫ জনের পজেটিভ শনাক্ত হয়। বিআইটিআইডতে ৩৮৭ নমুনা পরীক্ষায় নগরীর ৩৬ ও জেলার ৫ জনের পজিটিভ শনাক্ত হয়। চমেকে ৭৭৫ নমুনা পরীক্ষায় নগরীর ২১ জনের পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ২১৬ নমুনা পরীক্ষায় নগরীর ৪২ ও জেলার দুইজনের পজিটিভ শনাক্ত হয়।
এছাড়া ২ত ২৪ ঘণ্টায় কঙবাজার মেডিকেল কলেজে একজনের নমুনা পরীক্ষা করা হয়। তবে তা নেগেটিভ আসে। ইম্পেরিয়াল হাসপাতালে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন নগরীর ও ৩ জন জেলার বাসিন্দার পজেটিভ আসে। শেভরণে ৪১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৫৩ জন ও জেলার ৪ জনের পজেটিভ শনাক্ত হয়। মা ও শিশু হাসপাতালে ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে নগরীর ১৮ জনের পজেটিভ শনাক্ত হয়। আর টি আর এল’এ ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২১ জন ও জেলার ৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধআক্রান্ত বেশি তরুণরা মৃত্যু বেশি বয়স্কদের
পরবর্তী নিবন্ধশপিংমল দোকানপাট খুলছে কাল