সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের অভিযোগ

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সে সাধারণ যাত্রী পরিবহণের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম শহরে বাঁশখালী হাসপাতালের করোনার সেম্পল জমা দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৩ মিনিটে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে অ্যাম্বুলেন্স চালক মো. আলমগীর সাধারণ গাড়ির মত ডেকে ডেকে গাড়ীতে যাত্রী উঠান। এ সময় নয়ন চক্রবর্ত্তী নামক একজনকে গাড়িতে তুলতে গিয়ে বিষয়টি আলোচনায় আসে। পরে যাত্রী তোলার দৃশ্যটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বাঁশখালী প্রশাসনের নজরে আসে। গাড়ি চালক মোহাম্মদ আলমগীর এ ব্যাপারে আজাদীকে বলেন, মার্কেট দিয়ে আসার পথে এক পরিচিত লোক ডাক দিলে তার জন্য দাঁড়ালে এ সময় আরো কিছু লোক গাড়িতে উঠতে আবদার করে। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউর রহমান মজুমদার বলেন, অ্যাম্বুলেন্সে করে যাত্রী উঠার অভিযোগটা পেয়েছি। ব্যাপারটা আমি চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয়কে জানিয়েছি। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী আজাদীকে বলেন, বিষয়টি জানার পর আমি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি গাড়ী চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। এ ধরনের যাত্রী পরিবহন কোন অবস্থাই উচিত নয় বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলে অক্সিজেন তৈরি করল নাসার রোভার
পরবর্তী নিবন্ধনগরীর ৪ কিচেন মার্কেট প্রকল্প সমাপ্তির পথে