মিশরের রাজধানী কায়রোর উত্তরে রোববারের ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ২৩ জন নিহত ও ১৩৯ জন আহত হয়েছেন বলে দেশটির পাবলিক প্রসিকিউটর দপ্তর জানিয়েছে। ওইদিন স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে কায়রো থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কালিউবিয়া প্রদেশে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছিল মিশর জাতীয় রেলওয়ে। ট্রেনটি কায়রো থেকে নীল নদের বদ্বীপ অঞ্চলের শহর মানসৌরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ তখন ১১ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছিল। খবর বিডিনিউজের।