সরে গেল অনেক ক্লাব অনিশ্চয়তায় সুপার লিগ

| বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

দু’দিন আগেই সুপার লিগের আবির্ভাব। আর এর মধ্যেই সে লিগের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঢেকে গেছে। তীব্র প্রতিবাদের মুখে দুই দিনের মাথায় ইউরোপিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিল ইংলিশ ক্লাবগুলো। এবার স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও সরে গেল। এমন খবর নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। জুভেন্টাস প্রেসিডেন্ট তথা সুপার লিগের সহ-সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির এই ফরম্যাটের শেষ মন্তব্যের পরই দুটি ক্লাব বেরিয়ে গেল। এখন বাকি রইল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস ও এসি মিলান। এর আগে শীর্ষ পাঁচ লিগের মধ্যে ৩টি লিগের ১৫টি (১২টির নাম প্রকাশ করা হয়েছে) ক্লাব মিলে সুপার লিগের ঘোষণা দেওয়ার পর থেকেই সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলার ও কোচদের পক্ষ থেকে তীব্র সমালোচনা শুরু হয়। বিপক্ষে মত দেন টুর্নামেন্টে নাম লেখানো ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা থেকে শুরু করে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপও। এমনকি আসরে নামেন খোদ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ফিফা ও উয়েফার প্রধানরাও। এলিট ক্লাবগুলোর এই সুপার লিগে অংশ নেওয়ার সিদ্ধান্তে বিশেষ করে ইংলিশ ক্লাবগুলোর সমর্থকরা বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। যোগ দেন বর্তমান খেলোয়াড়রাও। নাম না লেখানো ক্লাবগুলো থেকেও আসে সমালোচনার ঢেউ।

পূর্ববর্তী নিবন্ধরিজওয়ানের ব্যাটে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
পরবর্তী নিবন্ধনিজেকে প্রমাণ করতে শান্তর এই সেঞ্চুরি নয়