হাসপাতাল ছাড়লেন ফরিদা পারভীন

| বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

৮ এপ্রিল করোনাভাইরাস শনাক্তের পর ১২ এপ্রিল থেকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ৬৭ বছর বয়সী এ শিল্পী। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে ফরিদা পারভীনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বাসায় গিয়ে আইসোলেশনে থাকছেন। খবর বিডিনিউজের।
ফরিদা পারভীনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এলেও তিনি এখন অনেকটাই সুস্থ। করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই, অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিস, উচ রক্তচাপে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির আগে চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে ক্যারিয়ার শুরুর পর লালনসংগীতে মনোনিবেশের পর শ্রোতাদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা পান ফরিদা পারভীন। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় অভিনেতা কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধটয়োটার বৈদ্যুতিক গাড়ি আসছে আগামী বছর