ইউনিক টোন, কণ্ঠে বৈচিত্র্য। তবু তিনি গান নির্বাচনে ধীরস্থির। শুরু থেকে এভাবেই সংগীতে তার ১৯ বছর। গানের এলিটা করিম; সামলাচ্ছেন সাংবাদিকতাও। অ্যালবাম ও নাটকের গানে অনেকবার নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র, সেখানে বেশ পিছিয়ে আছেন ‘রাগা’-খ্যাত এই সংগীতশিল্পী। এলিটার প্রকাশিত শেষ প্লেব্যাক তাহসানের সঙ্গে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে। ইমন সাহার সুরে সেই গানটি গেয়েছেন প্রায় বছর পাঁচেক আগে। এরপর আর বড় পর্দায় মেলেনি এলিটার আলাদা কণ্ঠ। এবার আসিফ ইকবাল জুয়েলের নির্মাণাধীন সিনেমা ‘চোখ’ এর জন্য গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। এলিটার গাওয়া নতুন এই গানটির কথা ও সুর করেছেন এস আই শহীদ।
‘বুকের ডাকবাঙ’ শিরোনামের এই গানটি নিয়ে এলিটা বলেন, আমি সাধারণত একটু বেছে বেছে কাজ করি। কথা ও সুর পছন্দ না হলে গান গাইতে ইচ্ছে করে না। আমি মনে করি একজন শিল্পীর এই স্বাধীনতা থাকা উচিত। এই গানটির কথা ও সুর ভালো লাগায় গেয়ে ফেললাম। তিনি বলেন, সাধারনত আমি যে ধরনের গান করি গানটি অনেকটা সেরকম হলেও একটু ভিন্নতা আছে। সেটা শ্রোতারা টের পাবেন। গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী এসআই শহীদ বললেন, সিনেমার গানে সব সময় কমার্সটা প্রায়োরিটি পায়। কিন্তু এরপরও কিছু গান থাকে অন্যরকম। যেখানে গল্প বা গল্পের অবস্থানটাই মুখ্য থাকে। বুকের ডাকবাঙ এমনই একটি গান। আমার বিশ্বাস শ্রোতারা এটি পছন্দ করবেন। এরইমধ্যে শেষ হয়েছে ‘চোখ’ সিনেমার শুটিং। ছবিতে অভিনয় করেছেন বুবলী, নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিমসহ অন্যান্যরা।
এদিকে এক সাক্ষাৎকারে এলিটার স্পষ্ট ভাষ্য কিংবা অভিযোগ, আমি তো বরাবরই কম কাজ করা মানুষ। এর সঙ্গে যুক্ত হলো আমার অন্যরকম টোন। দুটো বিষয় এক হয়ে ক্রমশ সিনেমা থেকে দূরে সরে গেলাম। কারণ, এখানে সিনেমার গানে এখনও কোকিলকণ্ঠী গলা প্রেফার করা হয়! ১৯ বছর ধরে এই অভিজ্ঞতা হলো। ফলে শুরু থেকে ফিল্মের প্রতি আমার আগ্রহ থাকলেও ওপাড়ার মানুষরা আমার কণ্ঠ পছন্দ করতো না, তাই অফারও পেতাম না।
ওভারঅল গান গাওয়া প্রসঙ্গে এলিটা বলেন, আমি যখন একটা গান শুনি বা ভিডিও দেখি, সেটা যারই হোক- একটা কথাই ভাবি। ভাবনাটা এমন, ২০ বছর পর এই গানটা বাজবে তো! যদি বাজে তো সেটাই আসলে ভালো কনটেন্ট বা সেই শিল্পী সফল। এখন গান ছাড়ার পর এক মাসের মাথায় ভিউ কয় কোটি হয়েছে, সেটা কিন্তু আপেক্ষিক বিষয়। এজন্য আমি সব সময় চেষ্টা করি, মনের মতো গান করার। যেটা নিজের ভালোলাগে, সেটা।
প্রসঙ্গত, সংখ্যা খুব কম হলেও ২০১৫ সালে প্লেব্যাকের জন্য এলিটা পেয়েছেন বাচসাস পদক। তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবিতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গেয়ে পেয়েছেন সেরা প্লেব্যাক শিল্পীর এই স্বীকৃতি।