বিশেষ ফ্লাইটে অতিরিক্ত ভাড়া কমান : সুজন

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

প্রবাসীদের জন্য চালু করা বিশেষ ফ্লাইটের অতিরিক্ত ভাড়া কমানোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।
সুজন বলেন, করোনা মহামারিতেও প্রবাসীরা দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির চাকাকে গতিশীল রেখেছেন। তাই দেশে ছুটিতে এসে লকডাউনে আটকে পড়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সুফল আমলাতান্ত্রিক জটিলতায় প্রবাসীরা ভোগ করতে পারছেন না। দেখা যাচ্ছে, বিশেষ ফ্লাইটের টিকেট বাবদ প্রবাসীদের কাছ থেকে দুই থেকে তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে। যা খুবই অমানবিক। শীঘ্রই এসব অতিরিক্ত ভাড়া বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এছাড়া প্রবাসী যাত্রীদেরকে বিশেষ ফ্লাইটের সিডিউল বাতিল না করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন সুজন। এছাড়া প্রবাসীদের বহন করা পণ্যে অতিরিক্তি ওজন চার্জের ন্যূনতম মাশুল নির্ধারণ করারও দাবি সাবেক চসিক প্রশাসকের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা থেকে ২ হাজার মিটার ঘেরাও জাল জব্দ, ট্রাক্টর ধ্বংস
পরবর্তী নিবন্ধপাহাড়ে আগুনে পুড়ল বন বিভাগের বাগান