খুলশী থানা বিএনপি : করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলশী থানা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদে আসর পাহাড়তলী ওয়ার্লেস কলোনি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে খালেদার সুস্থতা কামনার পাশাপাশি তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ গ্রেপ্তার নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের খতিব হাফেজ মো. মোশারফ হোসাইন।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম দুলাল, যুবদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, খুলশী থানা যুবদলের আহ্বায়ক মো. হেলাল হোসেন, মো. সরোয়ার, মো. আলী, গোলজার হোসেন মিন্টু, মোহাম্মদ মিল্টন, আব্দুল করিম, পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশা আলমঙ্গীর, আব্দুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. শহীদ, নুর আলম, মো. হোসেন, জজ মিয়া, নূর হোসেন, কাউছার বাবু, মো. জাবেদ, রানা, জুম্মন, রবিউল ইসলাম, মামুন পাটোয়ারি নীরব, নগর ছাত্রদলের সদস্য রকি হোসেন পিচ্চি প্রমুখ।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি : করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদে জোহর একে খান মোড়স্থ মাহমুদ খান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মহামারী করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের দীর্ঘায়ু, সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া কারাবন্দী ডা. শাহাদাত হোসেনসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলায় হয়রানির শিকার বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ানসহ নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা নাঈম উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপির সদস্য মনজুরুল আলম চৌধুরী মঞ্জু, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা নুর চৌধুরী, জামাল উদ্দিন, আলী আক্কাস, নুর বক্স মিলন, ফজলুল হক মাস্টার, ফরহাদ হোসেন, মো. হানিফ, আবু তাহের, মো. মহিউদ্দিন, ফজর আলী, কাজী মোনায়েম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, যুবদল নেতা হেলাল হোসেন, মো. ইউনূস, মো. ইউসুফ, আজিজ চৌধুরী, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, খালেদ সাইফুল্লাহ, নগর ছাত্রদল নেতা মুহররম আলী, যুবদল নেতা মিজানুর রহমান রাজু, শামীম আহমেদ, আলী আকবর, মো. নেজাম উদ্দীন, মো. মাসুদ, মো. রুবেল প্রমুখ।
চন্দনাইশ ও দোহাজারী বিএনপি : চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এবং দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ সকল নেতৃবৃন্দের মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত রোববার বাদে আসর উপজেলার বুলারতালুকস্থ দলীয় অফিসে চন্দনাইশ উপজেলা শ্রমিক দলের সভাপতি সুলাইমান ইসলামের সভাপতিত্বে ও দোহাজারী পৌরসভা যুবদল নেতা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা ফারুক মিয়া, জাকির হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ছৈয়দ মো. অলিদুল হুদা ওয়ালিদ, মনজুর আলম, জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইউসুফ, আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুরিদুল আলম মুরাদ, বিএনপি নেতা সামসুল ইসলাম সামসু, দোহাজারী পৌরসভা শ্রমিক দলের সভাপতি আব্দুস সত্তার সানি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব প্রমুখ।
৪১ নম্বর ওয়ার্ড বিএনপি : ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সব নেতাদের আশু রোগমুক্তি কামনায় এবং গ্রেপ্তার নেতৃবৃন্দের মুক্তির দাবিতে খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াস, আবু তাহের, মো. সুমন, মোজাহেরুল কাদের, ওসমান, ইএইচ রিপন, আঃ মতিন, নুর মো., ইসমাইল, মাহিন প্রমুখ।












