এবং যখন ফিরিশতাগণ বললো, ‘ হে মরিয়ম! নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করে নিয়েছেন, খুব পবিত্র করেছেন এবং আজকার সমগ্র বিশ্বের নারীদের থেকে তোমাকে মনোনীত করেছেন।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৪২) সূরা আ-ল-ই ‘ইমরান’।
হযরত রাসূলে আকরাম (সা:) ফরমাইয়াছেন-বেহেশতের আটটি দরজা আছে, উহার একটির নাম রাইয়ান। রমজানের রোজাদারগণ ব্যতীত অন্য কেহই এই দরজা দিয়া বেহেশতে প্রবেশ করিতে পারিবে না।
-আল-হাদিস ( বোখারী)।
খাদ্যের অভাবে কোন জাতি মরে না, তার যথার্থ মৃত্যু ঘটে আনন্দের অভাবে।
-রবীন্দ্রনাথ ঠাকুর।