করোনায় চলমান লকডাউনে গতকাল মঙ্গলবারও নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় লকডাউন অমান্য করে দোকান খোলা, অযথা গাড়ি নিয়ে বের হওয়াসহ নানা অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের স্টাফ অফিসার উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে দুটি মামলায় ৬০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় ৬ টি মামলায় ৮০০ টাকা জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় ৬ টি মামলায় ১৯০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বন্দর ও ইপিজেড এলাকায় ২ টি মামলায় ১ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় ৩ টি মামলায় ১ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ৪ টি মামলায় ১৪শ’ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় ৩ টি মামলায় ৮শ’ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ৫ টি মামলায় ৮শ’ টাকা জরিমানা করেন।