করোনাকালে মৃত ব্যক্তির দাফন কাফনে গাউছিয়া কমিটির কার্যক্রমকে আরো বেগবান করতে পটিয়ায় গাউসিয়া কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে পটিয়া হাসপাতাল সম্মুখে গাউছিয়া কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি পটিয়া উপজেলা শাখা ও উপজেলা স্বেচ্ছাসেবক টিম সমন্বয়ে এ যৌথ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি ও স্বেচ্ছাসেবক টিম প্রধান মুহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র সহ-সভাপতি ডা. আবু ছৈয়দ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন মেম্বার, অর্থ সম্পাদক নুরুল আবছার, মু. হাসমত আলী, মাওলানা বখতিয়ার হামিদ আল-কাদেরী, মু. আবুল হোসেন সওদাগর, মাওলানা মু. ইছহাক আল-কাদেরী, মু. শাহাদাত হোসেন, মিজান উদ্দিন বাবলু, আশরাফ আলী চৌধুরী আশিক, মু. আজম গীর, জাওয়াদ ফারুকী, ইমরান হোমেন, রিদুয়ানুল ফারুকী রিমু, মাসুদ রানা তুষার প্রমুখ। সভায় বক্তারা কাফন-দাফন কার্যক্রম ও ফ্রি অক্সিজেন সেবাকে বেগবান করতে সকলের সম্মিলিত সেবার আহ্বান জানান।












