বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে হেফাজতে ইসলামের ২ সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ির বাইশারী ও চাকঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবরোধী প্রচারণার অভিযোগে হেফাজতে ইসলামের ২ সমর্থককে বাইশারী এবং চাকঢালা থেকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে হাফেজ এইচ এম হামিদুর রহমান (২৭) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার মৃত মকবুল আহমদের ছেলে অলি আহমদ (২৬)। আটকের পর তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল। আটকের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে।












