টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে ডাকাত কামাল গ্রুপের সদস্য জিয়াউর রহমানকে (৩১) আটক করেছে এপিবিএন পুলিশ। জিয়াউর রহমান এইচ ব্লকের বাসিন্দা আলী আহমদের ছেলে। গতকাল সোমবার দুপুর দেড়টায় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা যায়, বন্দুকযুদ্ধে নিহত আরসা কমান্ডার নুরুল আলমের ছোট ভাই ডাকাত কামালের সক্রিয় সদস্য জিয়াউর রহমান (৩১) ক্যাম্পের ত্রাস। বিভিন্ন সময়ে ক্যাম্প ও পাশের পাহাড়ে অবস্থান করে অপহরণ, ডাকাতি ইত্যাদি সংঘটিত করে আসছিল। ক্যাম্পে অবস্থানের গোপন সংবাদ পেয়ে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, আটক ডাকাত দলের সদস্যকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, কুখ্যাত জকির ডাকাতের পতন হওয়ার পর ক্যাম্প থেকে পালিয়ে থাকা দুর্বৃত্ত ও ডাকাত দলের সদস্যরা আবারো সক্রিয় হয়ে নানা অপতৎপরতা চালিয়ে আসছে।











