চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন হরি মন্দিরের বাসন্তী পূজার মহাসপ্তমী পূজা ও অঞ্জলি ভোগ আরতি মধ্য দিয়ে গতকাল উদযাপন করা হয়। মহাসপ্তমী তিথিতে পূজা পুরোহিত করেন পণ্ডিত তপন ভট্টাচার্য ইমন। মহাসপ্তমী পূজায় এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, সহ-সভাপতি বিপুল দত্ত, হিন্দু ফাউন্ডেশন ভারপ্রাপ্ত মহাসচিব বিশ্বজিৎ পালিত, দোলন মজুমদার, অনুপ রক্ষিত, দপ্তর সম্পাদক বিকাশ মজুমদার, প্রচার সম্পাদক রিমন মুহুরী, সুভাষ চৌধুরী, চন্দন চৌধুরী, তাপস বল, মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল পাল, মুনমুন পাল রতন ভট্টাচার্য প্রমুখ। মহাসপ্তমীর অঞ্জলি প্রদানকালে মায়ের কাছে বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাব হতে বিশ্বের সকল মানবজাতির মুক্তি ও কল্যাণ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











