অলিগলিতে আড্ডারতদের সতর্ক

নগরে ৯ ম্যাজিস্ট্রেটের অভিযানে ২৪ মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে অলিগলিতে আড্ডা দিচ্ছিল অনেকে। আড্ডারতদের সতর্ক করে বাসায় পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট। লকডাউনের ৫ম দিনে নগরীর কোতোয়ালী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক তাঁর অভিযানের এমন দৃশ্যের কথা জানালেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কোতোয়ালীর মূল সড়কগুলোর পাশাপাশি অলিগলিতেও অভিযান চালিয়েছি। সেখানে তরুণ-যুবকদের লকডাউন অমান্য করে আড্ডা দিতে দেখেছি। সতর্ক করার পাশাপাশি আড্ডারতদের বাসায় চলে যেতে নির্দেশ দিয়েছি। এছাড়া একজনকে জরিমানা করেছি। ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আমি ছাড়াও নগরড়জুড়ে আরও ৯ জন ম্যাজিস্ট্রেট লকডাউন সফল করতে অভিযান চালিয়েছেন। এসব অভিযানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৪টি মামলা দেয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৭ হাজার ৭০০ টাকা। অযথা গাড়ি নিয়ে বের হওয়া, বিধি নিষেধ উপেক্ষা করে দোকান খোলা, মাস্ক না পরা, এমনকি দোকানের সামনে জনসমাগম করার দায়ে এ ২৪ মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, লকডাইন শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের নিন্দা ও ক্ষোভ
পরবর্তী নিবন্ধটেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সন্ত্রাসী আটক