ইউএসটিসিতে আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ উদ্বোধন

| সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র (ইউএসটিসি) ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অধীন আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ এর উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে সম্পন্ন হয়। গত শনিবার ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রোগ্রামটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হন আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. সিলিয়া শাহনাজ, আইইইই কম্পিউটার সোসাইটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শরিফ উদ্দিন এবং আইইইই বাংলাদেশ সেকশন সহ-সভাপতি প্রফেসর ড. এম মশিউল আলম। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিভাগীয় প্রধান ড. আ স ম জাহিদ কাউসার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রণোদনার অর্ধেক অর্থ অনুদান হিসেবে চান ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধদিল্লিতে হাসপাতাল শয্যা ও অক্সিজেনের জন্য হাহাকার