ব্যাটে-বলে মোটেও সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। দলের প্রয়োজনের মুহুর্তে কোন অবদান রাখতে পারছেননা এই অল রাউন্ডার। ফলে নিজের ব্যর্থতার পাশাপাশি হেরেই চলেছে তার দল কলকাতা নাইট রাইডার্সও। গতকাল বল হাতে ২৪ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ২৬ রান। তার দল কলকাতা হেরেছে ৩৮ রানে। এই জয়ের ফলে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার সবার উপরে এখন বিরাট কোহলির দল। গতকাল চেন্নাইয়ের চিপোকে এম চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে কলকাতা নাইট রাইডার্স।
২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার কোনো ব্যাটসম্যানই উইকেটে সেট হতে পারেননি। শেষদিকে আন্দ্রে রাসেল ঝড় তুললেও জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। ক্যারিবীয় এই ব্যাটসম্যান ২০ বলে ৩১ রান করে প্যাটেলের বলে বোল্ড হন। অধিনায়ক ইয়ন মরগান করেন ২৩ বলে ২৫। ধীর গতির ব্যাট করা সাকিব আল হাসান ২৫ বলে ২৬ রান করেন। ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাইল জেমিসন। স্পিনার যুজভেন্দ্র চাহাল নিয়েছেন ২টি উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর ও হার্শাল প্যাটেল একটি করে উইকেট দখল করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ব্যাঙ্গালুরু। বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে দলীয় ৯ রানেই বিরাট কোহলি ও রজাত পতিধরকে হারায় ব্যাঙ্গালুরু। তবে এরপর ওপেনার দেবদূত পাড়িক্কালের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকােগ্েলন ম্যাক্সওয়েল। পাড়িক্কাল ২৫ রানে বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে দলের রান বাড়াতে থাকেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত এই অস্ট্রেলিয়ান ৪৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৮ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন। তবে উইকেটের অন্যপ্রান্তে ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ৩৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করেন ৭৬ রান। ১১ রানে অপরাজিত থাকেন কাইল জেমিসন। বরুণ ছাড়া কলকাতার হয়ে একটি করে উইকেট নেন কামিন্স ও প্রসিধ কৃষ্ণা। তবে সাকিব আল হাসান ২ ওভার বল করে ২৪ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।