টি-টোয়েন্টি ক্রিকেট মানে চার আর ছক্কার পরিপূর্ন প্যাকেজ। আইপিএল হলে তো কথাই নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিই মানুষ দেখে চার-ছক্কার ফুলঝুরি দেখার জন্য। কে কতগুলো ছক্কা মারতে পারলো, কোন ব্যাটসম্যান কত বড় ছক্কা মারতে পারলো এগুলোই আলোচ্য বিষয় থাকে ভক্ত-সমর্থকদের মধ্যে। শনিবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এত বড় এক ছক্কা হাঁকালেন মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটসম্যান কাইরন পোলার্ড, যা রীতিমত আলোচনার জন্ম দিয়েছে। মুম্বাইয়ের জয়ে এদিন বড় ভূমিকা নিয়েছিলেন কায়রন পোলার্ড। সেখানেই হায়দ্রাবাদের বিরুদ্ধে এবারের আইপিএলের সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন তিনি। তার মারা ছক্কাটির দৈর্ঘ ১০৫ মিটার। সেই সঙ্গে তৃতীয় বিদেশি হিসেবে আইপিএলে ২০০ ছক্কা মারার মাইলফলকও ছুঁয়ে ফেললেন পোলার্ড।
হায়দ্রাবাদের বিপক্ষে ২২ বলে ৩৫ রান করেন পোলার্ড। তার ঝড়ো ইনিংসের ফলেই ১৫০ রানে পৌঁছায় মুম্বাই। ৩টি ছক্কা মারেন পোলার্ড। মুজিব-উর রহমানের বলে ১০৫ মিটার লম্বা ছক্কা মারেন তিনি। এর আগে ১০০ মিটার লম্বা ছক্কা মারেন এবি ডি ভিলিয়ার্স। সূর্যকুমার যাদব মেরেছিলেন ৯৯ মিটার লম্বা ছক্কা। ক্রিস গেইল এবং ডি’ভিলিয়ার্সের পর পোলার্ড ২০০ ছক্কার তালিকায় উঠে এসেছেন বিদেশিদের মধ্যে। গেইল মেরেছেন মোট ৩৫১টি ছক্কা এবং ডি ভিলিয়ার্স মেরেছেন ২৩৭টি ছক্কা। রোহিত শর্মা এবং কুইন্টন ডি’ককের পর পোলার্ডের ইনিংসে ভর করেই এগিয়ে যায় মুম্বাই। হায়দ্রাবাদ থামে ১৩৭ রানে। হেরে যায় ১৩ রানে। পর পর ২ ম্যাচে জিতে লিগ শীর্ষে উঠে এল মুম্বাই।